রিমিক মাঝি, কলকাতা: প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫K কলকাতা ম্যারাথন। আগামী ১৫ ডিসেম্বর ভোরে রেড রোডে শুরু হবে এই ম্যারাথন। সম্প্রতি, ম্যারাথনের লোগো উন্মোচন হয়ে গেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) সহ বিশিষ্ট জনেরা। গোল্ড লেবেল রেসের তকমা পাওয়া এই ম্যারাথনে প্রথমবার থাকছে ভার্চুয়াল রেস।
শীতের ভোরে আবারও প্রাণ খুলে দৌড়তে প্রস্তুত হচ্ছে শহর কলকাতা। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫K কলকাতা ম্যারাথন (Tata Steel World 25K Kolkata)। রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ম্যারাথন। তাই এবার থেকে এই ম্যারাথন ওয়ার্ল্ড অ্যাথলেটিক গোল্ড লেবেল রেসের তকমা পেয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ভোরে কলকাতার রেড রোডে থেকে শুরু হবে ম্যারাথন। পূর্ব ভারতের সবথেকে বড়ো এই দৌড় উৎসবের ট্যাগ লাইন ‘আমার কলকাতা, আমার রান’। এবছরও থাকছে ২৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ওপেন, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রান এবং বিশেষভাবে সক্ষমদের জন্য চ্যাম্পিয়ন্স উইথ ডিজাবিলিটি রান।
আরও পড়ুন: https://tribetv.in/300-years-old-durga-puja-history-of-mandals/
এইবছর থেকে শুরু হচ্ছে ভার্চুয়াল রানও। অ্যাপের মাধ্যমে প্রথমবার গোটা বিশ্ব থেকে রানাররা অংশ নিতে পারবেন এই ম্যারাথনে। ভার্চুয়াল রানে থাকছে 25K, ওপেন 10k এবং পাঁচ কিমির ক্যাটাগরি। সম্প্রতি মধ্য কলকাতার এক ঐতিহ্যবাহী হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ম্যারাথনের লোগো উন্মোচনের অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রেসে নাম লেখানোর জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। শরীর ও মনকে সুস্থ রাখতে এই ধরনের উদ্যোগের প্রশংসাও করেছেন সকলে। শুধু ফিটনেস এবং প্রাণ খোলা আনন্দ উপভোগের জন্য শীতের ভোরে হাজার হাজার মানুষের এই ম্যারাথনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দৈনন্দিন সামাজিক জীবনে বড় প্রভাব ফেলেছে বলে দাবি উদ্যোক্তা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিরা।