Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহে উত্তর এবং পূর্ব ইউক্রেন জুড়ে নতুন করে বিশাল সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া (Russia Ukraine War)। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, উত্তর-পূর্ব শহর সুমি থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে এসে পৌঁছেছে রুশ সেনা। প্রায় ৫০ হাজারের বেশি রুশ সেনা সরাসরি সম্মুখ সমরে, সঙ্গে আরও একই সংখ্যক ‘রিজ়ার্ভ বাহিনী’ এবং ড্রোন ও যুদ্ধবিমানের সমন্বয়ে এই অভিযান কার্যত ইউক্রেন বাহিনীর ওপর অভাবনীয় চাপ তৈরি করেছে। রাশিয়ার এই পদক্ষেপ ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বার এত বড় পরিসরে আগ্রাসনের ইঙ্গিত দিচ্ছে।
ডনবাস অঞ্চলে রুশ নিয়ন্ত্রণ বিস্তৃত (Russia Ukraine War)
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল—ডনেৎস্ক ও লুহানস্ক—এর ৫০ শতাংশেরও বেশি এখন রুশ নিয়ন্ত্রণে(Russia Ukraine War)। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এই মুহূর্তে স্থলপথে আক্রমণের সেই চিরাচরিত কৌশল অনুসরণ করছে, যেখানে তিন গুণ বেশি সেনা নিয়ে আক্রমণ করলে সাফল্যের সম্ভাবনা প্রবল থাকে, বিশেষ করে যদি আকাশপথেও আধিপত্য থাকে। এই অবস্থায় ইউক্রেনের সেনা বাহিনী প্রতিরোধ চালালেও, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিপক্ষের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ডার জেনারেল ওলেকজন্ডার সিরস্কি।
কৌশলগত পাল্টা প্রতিরোধ চালাচ্ছে ইউক্রেন (Russia Ukraine War)
যদিও রুশ বাহিনী অগ্রসর হচ্ছে দ্রুত, তবু একাধিক ফ্রন্টে তাদের পিছিয়ে যেতে বাধ্য করেছে ইউক্রেন বাহিনী(Russia Ukraine War)। বিশেষ করে সুমি রক্ষা করতে ইউক্রেন মোতায়েন করেছে এলিট ইউনিট এবং ‘হার’ নামের গোপন সামরিক গোয়েন্দা সংস্থার স্পেশাল ফোর্স।জেনারেল সিরস্কি জানিয়েছেন, “সংখ্যার জোরে তারা আমাদের টপকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য প্রাণপণ লড়াই চালাচ্ছি।”

ট্রাম্প প্রশাসনের নীতিতে বদল, বিপাকে কিয়েভ (Russia Ukraine War)
উল্লেখযোগ্যভাবে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) আমলে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই যুদ্ধের ভারসাম্য রাশিয়ার দিকে হেলে পড়েছে(Russia Ukraine War)। পশ্চিমের অস্ত্রসমর্থনের ঘাটতি এবং পরপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ছে, যা রাশিয়াকে সুযোগ করে দিচ্ছে যুদ্ধক্ষেত্র প্রসারিত করার।গত এক মাসে রুশ বাহিনী প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে নতুন যুদ্ধফ্রন্ট খুলে ফেলেছে। ফলে ইউক্রেন বাহিনীকে একাধিক দিকে ফ্রন্ট খুলতে বাধ্য হতে হচ্ছে, যার ফলে তাদের প্রতিরক্ষা বিভ্রান্ত ও দুর্বল হয়ে পড়ছে।

ফের এক পূর্ণমাত্রার যুদ্ধের মুখে ইউক্রেন? (Russia Ukraine War)
রাশিয়ার এই নতুন ধাক্কা কেবল স্থানীয় সীমান্তে সংঘর্ষ নয়, বরং এটি ফের একটি পূর্ণমাত্রার সামরিক দখল অভিযান হয়ে দাঁড়াচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের(Russia Ukraine War)। পশ্চিমি সামরিক সহায়তার ঘাটতি এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের ক্লান্তি—এই দুই মিলিয়ে ইউক্রেন এবার চরম চাপে পড়েছে।এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় কতটা সক্রিয়ভাবে কিয়েভকে সমর্থন করে এবং ইউক্রেন কীভাবে প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার নতুন অগ্রগতি রুখতে সক্ষম হয়।