Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কসবা কান্ডের প্রতিবাদে বিজেপির কসবা অভিযান। শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)নেতৃত্বে বিজেপির কসবা অভিযান মিছিলে একাধিক শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। বেলা একটা থেকে পাঁচটার মধ্যে শেষ করতে হবে মিছিল। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
একাধিক শর্তে শুভেন্দুর মিছিলের অনুমতি হাইকোর্টের(Suvendu Adhikari)
কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ২ জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে বিজেপি(BJP) যুব মোর্চা। তার জন্য পুলিশের অনুমতি চাওয়া হলে পুলিশ তা দেয়নি বলে অভিযোগ বিজেপির। তাই কসবা অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিজেপির এই আবেদনের শুনানি হয় মঙ্গলবার। শর্তসাপেক্ষে বিজেপি যুব মোর্চাকে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিজেপির কসবা অভিযানের তীব্র বিরোধিতা রাজ্যের(Suvendu Adhikari)
মঙ্গলবার মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে বিজেপির এই কসবা অভিযানের তীব্র বিরোধিতা করা হয়। রাজ্যের আইনজীবির যুক্তি, ইতিমধ্যেই ঘটনার পর দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ। চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীনির মেডিক্যাল টেস্ট করা হয়েছে। অভিযুক্তদের কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে। সেই মতো তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তাই এই মিছিলের যৌক্তিকতা নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাও আদালতে করেন রাজ্যের আইনজীবী। সব পক্ষের বক্তব্য শুনে শুভেন্দু অধিকারীর কসবা অভিযানের অনুমতি শর্তসাপেক্ষে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলির মধ্যে থেকেই মিছিল করতে হবে। শর্তভঙ্গ হলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: Kasba: কসবা কাণ্ডের জের, কলেজের কর্মী পদ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত
আদালতের দেওয়া শর্তগুলি হল:
- সর্বাধিক ৩,০০০ জন অংশ নিতে পারবেন মিছিলে
- সর্বাধিক ৩ হাজার লোক নিয়ে করা যাবে মিছিল
- রাসবিহারী মোড় থেকে বিজন সেতু পার করে ক্রসিং পর্যন্ত মিছিল
- রাস্তার এক-তৃতীয়াংশে হবে মিছিল
- রাস্তার দুই-তৃতীয়াংশ খোলা রাখতে হবে
- মিছিলের দায়িত্বপ্রাপ্তদের নাম ও ফোন নম্বর পুলিশকে দিতে হবে
আরও পড়ুন: SSC: নতুন নিয়োগে চিহ্নিত অযোগ্যদের সুযোগ কেন? হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি
এই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি বলেছিলেন, মিছিলের অনুমতি না পেলে তাঁরা হাইকোর্টে যাবেন। পুলিশের অনুমতি না পাওয়ায় আদালতেরই দারস্থ হয় বিজেপি। ওই অভিযানে তিনি সহ রাজ্যের সব বিজেপি বিধায়করা থাকবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।