ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবাদের মাঝেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ টেসলা সিইও ইলন মাস্ক(Elon Musk)।তাঁর মতে, ট্রাম্প সমাজে ভালো কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।এই মুহূর্তে ট্রাম্প-মাস্ক তরজা তুঙ্গে। এতদিনের কাছের লোক এবার চলে গিয়েছে বহু দূরে।বেশি বাড়াবাড়ি করলে টেসলা কর্তা ইলন মাস্ককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাততাড়ি গোটাতে হবে। মাস্কের সঙ্গে সংঘাতের মাঝেই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।তারপরেই হঠাৎ নরম সুর মাস্কের কণ্ঠে।
ইলন মাস্কের উল্টো সুর (Elon Musk)
বুধবার এক্স বার্তায় ইলন মাস্ক বলেন, ‘যেখানে ‘কৃতিত্ব’ প্রাপ্য সেখানে অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় সংঘাত সফলভাবে সমাধান করেছেন(Elon Musk)।’ শর্ত মেনে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল, মঙ্গলবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।এরপরেই ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দেন মাস্ক।

ইজরায়েল-হামাস সংঘাত (Elon Musk)
ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন,’গাজা ইস্যুতে ইজরায়েলি আধিকারিকদের সঙ্গে আমার প্রতিনিধিদের দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে(Elon Musk)। ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলীতে ইজরায়েল সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা যুদ্ধ শেষ করার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করব।’ট্রাম্প বলেন , কাতার এবং মিশর এই প্রস্তাব চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা শান্তি ফেরাতে কঠোর পরিশ্রম করেছে। তিনি হামাসকে এই চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান।তিনি সতর্ক করে বলেন, ‘আমি আশা করি হামাস মধ্যপ্রাচ্যের ভালোর জন্য এই চুক্তি মেনে নেবে। কারণ এতে পরিস্থিতির উন্নতি হবে না। যদি হামাস এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
আরও পড়ুন-Karnataka CM: আগামী ৫ বছর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, আক্ষেপ শিবকুমারের
ডোনাল্ড ট্রাম্প-ইলন মাস্ক বিবাদ (Elon Musk)
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলা কর্তাকে কড়া সুরে বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে পাততাড়ি গোটাতে হবে(Elon Musk)। তল্পিতল্পা গুটিয়ে ফিরে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। পাশাপাশি, মাস্কের সংস্থার সমস্ত ভর্তুকিও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এরপরেই মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা আক্রমণ করেন মাস্ক। এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, ‘এই সংঘাত আরও তীব্র করে তোলো। খুবই লোভনীয় লাগছে। তবে এখন এই বিষয়গুলি এড়িয়ে যাচ্ছি। এতে এখন আমি মন দিচ্ছি না।’ তারপরেই আচমকা মাস্কের মুখে ট্রাম্পের প্রশংসা শোনা যেতেই নতুন জল্পনা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন-US Attack: মার্কিন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্র! স্বীকার ইরানের বিদেশমন্ত্রীর
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ (Elon Musk)
ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’কে কেন্দ্র করে (Elon Musk) । মাস্ক দাবি করেন, এই বিল নিয়ে আমায় কিছু জানানো হয়নি। চুপিচুপি মধ্যরাতে এটি পাশ করা হয়েছে। এরপর ট্রাম্পের বিলের সমালোচনা করে প্রশাসনিক উপদেষ্টার পদ ছাড়েন টেসলা কর্তা। পাশাপাশি শুরু হয় বাদানুবাদ। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন, ‘মাস্কের আচরণ হতাশাজনক।’ পাল্টা ইলন মাস্ক দাবি করেন, তাঁকে ছাড়াই জিততে পারতেন না ট্রাম্প। হোয়াইট হাউসের দখল নিতেন ডেমোক্র্যাটরা। এরপরই সোশ্যাল মিডিয়ায় দু.পক্ষের বাগযুদ্ধ চরমে উঠে। তাৎপর্যপূর্ণভাবে তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টকে প্রশংসায় ভরিয়ে দিলেন টেসলা কর্তা।
