ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় কার্যত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল পাকিস্তান(India Pakistan Tensions)। আর সেই অভিজ্ঞতার কথা এ বার নিজেই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অন্যতম উপদেষ্টা রানা সানাউল্লা। এক টিভি সাক্ষাৎকারে সানাউল্লা স্পষ্ট বলেন, ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র হামলার সময় তাঁদের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছিল মাত্র ৩০-৪৫ সেকেন্ড! পরিস্থিতিকে তিনি আখ্যা দেন “ভয়ঙ্কর”।
সানাউল্লার বক্তব্যে স্পষ্ট, ভারত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তাদের সরকার বুঝতেই পারছিল না সেটি কেবল একটি প্রচলিত অস্ত্র, না কি পরমাণু বোমা-সহ হামলা। এমন এক অনিশ্চিত পরিস্থিতিতে যুদ্ধ বাধার আশঙ্কা প্রবল ছিল বলেই জানান তিনি। সানাউল্লা বলেন, “পরিস্থিতি যদি ভুলভাবে ব্যাখ্যা হত, তাহলে তা পরমাণু যুদ্ধ ডেকে আনতে পারত। যার ফলাফল হত ভয়াবহ, অকল্পনীয়।”
কী হয়েছিল সেই রাতে? (India Pakistan Tensions)
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন ভারতীয় নাগরিক। তার প্রতিশোধেই ভারতীয় সেনাবাহিনী (INDIAN ARMY) শুরু করে ‘অপারেশন সিঁদুর’(India Pakistan Tensions)। জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করেই হামলা চালানো হয়। ভারতের তরফে পাকিস্তানের সেনাঘাঁটি ‘নূর খান’ লক্ষ্য করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের শীর্ষ মহলে একপ্রকার ধন্দ ও আতঙ্ক তৈরি হয়, যা এখন প্রকাশ্যে আনলেন সানাউল্লা।
কেন এতটা ভয়? (India Pakistan Tensions)
নূর খান ঘাঁটি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি। ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এই ঘাঁটি আগেও ভারতের নিশানায় ছিল—১৯৭১ সালের যুদ্ধেও এখানে হামলা চালিয়েছিল ভারত। ফলে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যখন সেই ঘাঁটির দিকে ধেয়ে আসে, তখন পাকিস্তান নেতৃত্বের মধ্যে ‘পরমাণু আশঙ্কা’ মাথাচাড়া দিয়ে ওঠে। সানাউল্লার দাবি, এমন ভুল ব্যাখ্যা পরমাণু যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারত।

আরও পড়ুন: Russia Afghanistan Relation : তালিবান সরকারকে প্রথম স্বীকৃতি রাশিয়ার!
পাকিস্তানের কৌশলগত অস্থিরতা (India Pakistan Tensions)
সানাউল্লার এই স্বীকারোক্তিকে অনেকেই দেখছেন পাকিস্তানের কৌশলগত অস্থিরতার প্রতিচ্ছবি হিসেবে। অন্যদিকে, একাংশ মনে করছেন, পাকিস্তান এই ধরনের বক্তব্যের মাধ্যমে ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে—যাতে ভবিষ্যতে ভারতের এমন প্রতিক্রিয়া সীমিত রাখা যায়।
ভারতের প্রতিক্রিয়া কী?(India Pakistan Tensions)
ভারতের তরফে সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সিঁদুর অভিযানে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার ভঙ্গুরতা প্রমাণিত হয়েছে। ব্রহ্মসের মতো সুপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিবেগ ও লক্ষ্যভেদ ক্ষমতা এতটাই দ্রুত, যে প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকে না—এটাই ভারত বোঝাতে চেয়েছে।

পাকিস্তানের দুর্বল প্রস্তুতি (India Pakistan Tensions)
রানা সানাউল্লার এই বিস্ফোরক মন্তব্য গোটা উপমহাদেশে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে পাকিস্তানের দুর্বল প্রস্তুতি, অন্যদিকে ভারতের স্পষ্ট প্রতিরক্ষা বার্তা—এই দুই মেরুর মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যতের কূটনৈতিক ও সামরিক সমীকরণ কোন পথে যায়, তা দেখার অপেক্ষা। তবে এটা স্পষ্ট—‘অপারেশন সিঁদুর’ শুধু জঙ্গি ঘাঁটিই নয়, পাকিস্তানের আত্মবিশ্বাসেও চপেটাঘাত করেছে।