ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের বাংলায় বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল কাটোয়া(Katwa)। কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জনের। বোমা বিস্ফোরণে গুরুতর আহত আরও এক। উড়ে গিয়েছে বাড়ির চাল। ভেঙে পড়েছে দেওয়াল। শুক্রবার রাতে বিস্ফোরণ হয়েছে কাটোয়ার রাজোয়া গ্রামে।
আবারও বাংলায় বোমা বিস্ফোরণ(Katwa)
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত ৯টার পর আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরপর দু’বার বিস্ফোরণের শব্দ। অভিঘাত এতটাই যেন আশপাশের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, একটা বাড়ির ছাদ বিস্ফোরণে উড়ে গিয়েছে, দেওয়াল ভেঙে পড়েছে। এলাকার বাসিন্দাদের একাংশ জানান, অসাধু কাজের জন্যেই বোমা বাঁধা হচ্ছিল৷ বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধা চলছিল একটি পরিত্যক্ত বাড়িতে৷ ওই বাড়ির মালিক মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে পাশের একটি বাড়িতে থাকেন৷ ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল৷

দুষ্কৃতী এনে বোমা বাঁধার কাজ চলছিল, অভিযোগ স্থানীয়দের(Katwa)
স্থানীয় বাসিন্দারা খবর দেন থানায়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ভেঙে যাওয়া বাড়ির ভিতর থেকে ঝলসে যাওয়া একটা দেহ উদ্ধার হয়। গুরুতর আহত অবস্থায় পড়ে কাতরাচ্ছিলেন এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর নাম তুফান চৌধুরী। কাটোয়ার(Katwa) রাজুয়া গ্রামেই তার বাড়ি। প্রাথমিক ধারণা যে, তুফান বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এখানে বোমা বাঁধার কাজ করছিল। তখনই বিস্ফোরণ হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: Narendra Modi: ২১ জুলাইয়ের আগে ফের বাংলা সফরে মোদি, দমদমে হতে পারে সভা
কীসের জন্য বোমা বাঁধা হচ্ছিল, তদন্তে পুলিশ
তবে কে বা কারা সেখানে বোমা বাঁধছিল? কোথা থেকে দুষ্কৃতীরা এসেছিল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷

কাটোয়ার(Katwa)এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের শীঘ্রই আটক করা হবে। আদৌ ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল কিনা, কীসের জন্য বোমা বাঁধা হচ্ছিল, তুফানের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।