ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পর শুভমান গিলের (Vaughan prediction for Gill) টেস্ট গড় সম্পর্কে বড় ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।
এজবাস্টনে ২৬৯ রানের ইনিংসের পর প্রশংসায় ভাসছেন ভারত অধিনায়ক (Vaughan prediction for Gill)
ভারতের প্রাক্তন অধিনায়ক শচীন টেন্ডুলকার এবং ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের নামে চালু হওয়া পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মধ্যেই শুবমান গিল ছুঁয়ে ফেলবেন ৪৫ টেস্ট গড় (Vaughan prediction for Gill), এমনই ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ভনের এই মন্তব্য আসে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে গিলের দুরন্ত ২৬৯ রানের ইনিংসের পর (Vaughan prediction for Gill)। ৩৮৭ বলের এই ইনিংসটি ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ স্কোর, যা ভেঙে দেয় বিরাট কোহলির রেকর্ড। পাশাপাশি এশিয়ার বাইরে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট ইনিংস হিসেবেও এটি শীর্ষে, ছাপিয়ে যায় শচীন টেন্ডুলকারকে। এই টেস্টের আগে গিল ৩৩টি ম্যাচে ছয়টি শতরান ও সাতটি অর্ধশতরান সহ গড় ছিলেন ৩৬.৫৭। কিন্তু এ ইনিংসের পর তাঁর গড় বেড়ে দাঁড়িয়েছে ৪০.৬৫। এই ম্যাচে তাঁর আরও একবার ব্যাট করার সুযোগ রয়েছে।
গিলের সম্ভাবনা নিয়ে আশাবাদী ভন (Vaughan prediction for Gill)
মাইকেল ভন বলেন (Vaughan prediction for Gill), “সিরিজ শুরুর সময়ই আমি বলেছিলাম, ৩৫-এর গড় গিলের মতো প্রতিভাবান খেলোয়াড়ের জন্য যথেষ্ট নয়। আমি বলেছিলাম, ওর কেরিয়ার শেষে গড় ৪৫ হবে। এখন তো মনে হচ্ছে এই সিরিজেই সেটা ছুঁয়ে ফেলবে। অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টেই টানা দ্বিতীয় শতরান, অসাধারণ শুরু।” উল্লেখ্য, এই সিরিজেই হেডিংলেতে ১৪৭ রানের ইনিংস ছিল গিলের পূর্ববর্তী সর্বোচ্চ স্কোর। মাত্র দুই ইনিংসের মধ্যে তিনি সেটা প্রায় দ্বিগুণ করে ফেলেছেন।
‘গ্রেট’ ক্রিকেটারদের সঙ্গে তুলনা
গিলের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ভন তাঁকে “great players” দের পর্যায়ে তুলনা করেন। তিনি বলেন, “ও ভালো একটি পিচে ব্যাট করছে, খুব একটা সুইং বা সিম নেই, স্পিনও নেই তেমন। এমন পরিস্থিতিতে যাঁরা সত্যিকারের প্রতিভাবান, তাঁরা বুঝে যান কী করতে হবে। ওর ফুটওয়ার্ক ছিল চমৎকার, টেকনিক নিখুঁত, মনোভাব ছিল অসাধারণ।”
আরও পড়ুন: Cancel Bangladesh Tour : বিরাট-রোহিতদের বাংলাদেশ সফরও বাতিল! বড় সিদ্ধান্তের পথে বিসিসিআই
ভারতের বড় স্কোর, চাপের মুখে ইংল্যান্ড
ভারত প্রথম ইনিংসে তুলেছে ৫৮৭ রান। এর পরে ইংল্যান্ডকে কম রানে আটকে ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ভারত। এবার অধিনায়ক গিলের বড় পরীক্ষা হল, যশপ্রীত বুমরাহবিহীন বোলিং আক্রমণকে ব্যবহার করে প্রতিপক্ষকে বড় স্কোরে পৌঁছাতে না দেওয়া, বিশেষত এই ফ্ল্যাট উইকেটে।