Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শর্তসাপেক্ষে হাওড়ার বাগনানে মহরম যাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আয়োজকদের মানতে হবে একাধিক শর্ত। প্রশাসনকেও একাধিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
হাওড়ার বাগনানে মহরম যাত্রার অনুমতি হাইকোর্টের (Calcutta High Court)
হাওড়ার বাগনানে মহরম যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বাগনানের নাজাখ ইমামবাড়া দক্ষিণপাড়া থেকে খাজুটি মোড় পর্যন্ত মহরম যাত্রায় পুলিশের অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা।
আরও পড়ুন : Calcutta High Court: ওড়িশায় আটক বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিবার, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
শর্তসাপেক্ষে মহরম যাত্রার অনুমতি হাইকোর্টের (Calcutta High Court)
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Calcutta High Court) এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানিতে সব পক্ষের বক্তব্য শুনে শর্তসাপেক্ষে মহরম যাত্রার অনুমতি দেন বিচারপতি ঘোষ। আদালতের দেওয়া শর্তে বলা হয়েছে, বিকেল ৫.৩০ থেকে রাত ৮.৩০ এর মধ্যে মিছিল শেষ করতে হবে। সর্বাধিক ১৫০ জন মিছিলে অংশ নিতে পারবেন। কোনও ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না মিছিলে। মানতে হবে ট্রাফিক আইন। মিছিল থেকে যাতে কোনও কোনরকম উস্কানিমূলক মন্তব্য এবং অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মিছিলের নজরদারিতে প্রয়োজনে পুলিশকে অতিরিক্ত বাহিনীর বন্দোবস্ত করতে হবে। হাওড়া রুরাল পুলিশ জেলার পুলিশ সুপার অতিরিক্ত বাহিনীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই শর্তেই বাগনানে মহরম যাত্রার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন : TMC: মহিলাকে রাস্তার মাঝে লাথি-ঘুষি তৃণমূল নেতার, মহিলা নিগ্রহে অস্বস্তিতে তৃণমূল
উল্লেখ্য গত বুধবার রাজ্যে রথযাত্রা, মহরম এবং শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়ে সমস্ত আধিকারিকদের সঙ্গে নবান্নে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উৎসবগুলোকে ঘিরে যাতে রাজ্যে কোনরকম অশান্তি না হয়, সেদিকে কড়া নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রয়োজনে বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।