ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এ যেন রীতিমতো আগুনের জ্বালায় (Europe Weather) পোড়া এক মহাদেশ। ইউরোপে গ্রীষ্মের চরিত্র এখন আর আগের মতো নেই। জুনের শেষ থেকে শুরু হওয়া গরম এখন বিস্তৃত হয়ে পড়ছে প্রায় পাঁচ মাস জুড়ে। প্যারিস-সহ একাধিক শহরে এই অস্বাভাবিক গরম জনজীবনকে কার্যত বিপর্যস্ত করে তুলেছে। কোথাও তাপমাত্রা পার করছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের দাগ, কোথাও আবার জারি হচ্ছে একের পর এক হিট অ্যালার্ট।
মৃত্যুর কারণ (Europe Weather)
ফ্রান্সের রাজধানী প্যারিসে জুনের মাঝামাঝি (Europe Weather) থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে। এই দীর্ঘতর গ্রীষ্মকাল শুধু অস্বস্তির নয়, মৃত্যুর কারণও হয়ে দাঁড়াচ্ছে। এবছর গরমে ইউরোপে মৃত্যু হয়েছে এক শিশু-সহ অন্তত আটজনের। এই পরিস্থিতিকে আর হালকা ভাবে দেখছেন না আবহাওয়াবিদেরা। তাঁদের মতে, এই উষ্ণতা কোনও হঠাৎ ঘটনা নয়—বরং দীর্ঘদিনের অবহেলার ফল।
তাপপ্রবাহের সতর্কতা (Europe Weather)
স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি থেকে শুরু করে (Europe Weather) মধ্য ইউরোপের দেশগুলিতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। রোম ও মিলানের মতো শহরে চলছে লাল সতর্কতা, তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রির গণ্ডি। অন্যদিকে, জার্মানিতে মাত্র তিন দিনে জারি হয়েছে প্রায় ২০০টি তাপপ্রবাহ সতর্কতা।
এই গ্রীষ্ম দীর্ঘতর হচ্ছে কেন?
এই গ্রীষ্ম দীর্ঘতর হচ্ছে কেন? গবেষণা বলছে, ইউরোপে দ্রুত বাড়ছে ইট-পাথরের ঘনত্ব। শহরে সবুজের ঘাটতি এবং যান্ত্রিকীকরণই গরমের অন্যতম কারণ। পাশাপাশি, ইউরোপের ভৌগোলিক অবস্থানও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। দুই মেরুর কাছাকাছি থাকায়, সেখানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তুলনামূলক দ্রুত। পৃথিবীতে যেখানে প্রতি দশকে গড় তাপমাত্রা বাড়ছে ০.২ ডিগ্রি সেলসিয়াস, ইউরোপে সেই বৃদ্ধির হার ০.৫ ডিগ্রি।

প্রচণ্ড গরমে মানুষ অসহায়
এক সমীক্ষা বলছে, প্যারিস, মাদ্রিদ, লিসবন, এথেন্স, তিরানা এই শহরগুলিতে গ্রীষ্মকাল এখন গড়ে প্রায় ১২০ থেকে ১৪৫ দিন দীর্ঘ। গ্রিসের রাজধানী এথেন্সে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা গরম পড়ছে মে থেকে অক্টোবর পর্যন্ত। তবে সবচেয়ে বড় সমস্যা হলো পরিকাঠামো। ইউরোপে বহু জায়গায় গরম মোকাবিলার জন্য নেই এসি বা পাখার পর্যাপ্ত ব্যবস্থা। সেখানকার বাড়ি, অফিস, হোটেল, রেস্তরাঁ নির্মিত হয়েছিল শীতের কথা মাথায় রেখে। তাই এই প্রচণ্ড গরমে মানুষ অসহায় হয়ে পড়ছেন।
আরও পড়ুন: Weekly Horoscope: সপ্তাহের শুরুতে সুখ না দুঃখ? কী বলছে রাশিফল?
সব মিলিয়ে, ইউরোপের এই বদলে যাওয়া গ্রীষ্মকাল এখন শুধুই জলবায়ুর সংকেত নয়, বরং এক বড় সতর্কবার্তা। প্রশ্ন উঠছে এই অস্বাভাবিক গরমই কি এখন ‘নতুন স্বাভাবিক’?