Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া ভারত বনাম ইংল্যান্ডের (Gill blunt on Bumrah at Lords) মধ্যে তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ খেলবেন কিনা তা শুভমান গিল নিজের বক্তব্য জানিয়েছেন।
সিরাজ-আকাশ দীপের দাপট (Gill blunt on Bumrah at Lords)
জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দিলেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ (Gill blunt on Bumrah at Lords)। দু’জন মিলিয়ে নিলেন ১৬টি উইকেট। ইংল্যান্ডকে ৩৬৬ রানে হারিয়ে এজবাস্টনে নিজেদের প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিল ভারত। প্রথম ইনিংসে সিরাজ ৬ উইকেট নেন ৭০ রানে। তাঁকে সঙ্গ দেন আকাশ, যিনি ৪ উইকেট নেন ৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে সিরাজ এক উইকেট পেলেও আকাশ দীপ নেন ৬ উইকেট মাত্র ৯০ রানে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট মিস করলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক করেন আকাশ। এই ম্যাচে ভারত দেখিয়ে দিল, বুমরাহ না থাকলেও তাদের পেস আক্রমণ কতটা শক্তিশালী। অস্ট্রেলিয়া সফরের মতো কিংবা লিডসের ম্যাচের মতোই এজবাস্টনেও ভারতের পেসাররা ম্যাচ ঘুরিয়ে দিলেন।
গিলের কাছে প্রশ্ন, লর্ডসে কি খেলবেন বুমরাহ? (Gill blunt on Bumrah at Lords)
যখন ভারতের ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে কথা বলেন প্রেজেন্টার মাইকেল আথারটন (Gill blunt on Bumrah at Lords)। তখন প্রশ্ন ওঠে, “বুমরাহ কি খেলবেন লর্ডসে?” আসলে এ প্রশ্নের উত্তর অনেক আগেই জানা ছিল। বুমরাহকে এজবাস্টনে খেলানো হয়নি কারণ লর্ডসে তাঁর প্রত্যাবর্তন আগেই ঠিক ছিল। গিলও নিশ্চিত করেন, “নিশ্চয়ই খেলবেন।”
আকাশ ও সিরাজের প্রশংসা গিলের
চেতেশ্বর পূজারাও ম্যাচ শেষে গিলকে একই প্রশ্ন করেন। উত্তরে গিল বলেন, “দারুণ খেলেছে ওরা। যখন আপনার দুই পেসার ১৭টা উইকেট তুলে নেয়, তখন অধিনায়ক হওয়াটা অনেক সহজ হয়ে যায়।” গিল আরও বলেন, “এই ম্যাচে বুমরাহ খেলেনি, কিন্তু আমার মনে হয় আমাদের দলে যথেষ্ট প্রতিভা আছে। যে বোলারদের আমরা স্কোয়াডে রেখেছি, তারা দেশের সেরা। ওরা যে কোনও পরিস্থিতিতে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে।”
লর্ডসের জন্য তৈরি ভারত
ভারতের এই জয় শুধু একটা ম্যাচ জয় নয়, এটা আত্মবিশ্বাসের জয়। আর লর্ডসে বুমরাহর প্রত্যাবর্তনে ভারতের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলেই আশাবাদী ভক্তরা।