ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন (Bhutto says ready to extradite Hafiz Saeed to India), সন্ত্রাসবাদী হাফিজ সাইদ এবং মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তান তৈরি। তবে, হাফিজ সাইদের ছেলে তালহা সাইদ পাল্টা আক্রমণ করে বলেছেন যে বিলাওয়ালের বক্তব্য ভুল।
হাফিজ-মাসুদকে প্রত্যর্পণের প্রস্তাবে বিতর্ক (Bhutto says ready to extradite Hafiz Saeed to India)
পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন (Bhutto says ready to extradite Hafiz Saeed to India), ভারতের সঙ্গে আস্থা গড়ে তোলার পদক্ষেপ হিসেবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের, যেমন হাফিজ সঈদ ও মাসুদ আজহারকে, প্রত্যর্পণ করতে আপত্তি নেই। তবে বিলাওয়ালের এই মন্তব্য ভালোভাবে নেননি লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদের পুত্র তালহা সঈদ। তিনি বলেছেন, বিলাওয়ালের বক্তব্য পাকিস্তানের সুনাম বিশ্বজুড়ে ক্ষুণ্ণ করেছে।
আল জাজিরাকে সাক্ষাৎকারে বক্তব্য (Bhutto says ready to extradite Hafiz Saeed to India)
শুক্রবার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন (Bhutto says ready to extradite Hafiz Saeed to India), ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনার অংশ হিসেবে, যেখানে সন্ত্রাসবাদও আলোচনার বিষয়, পাকিস্তান “ওই ব্যক্তি”দের প্রত্যর্পণ করতে প্রস্তুত, যদি ভারত সহযোগিতার মনোভাব দেখায়। তিনি বলেন, “এই বিষয়ে ভারতের পক্ষ থেকে সহযোগিতা থাকলে, পাকিস্তানের কোনও আপত্তি থাকবে না।” বিলাওয়াল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী।
পাকিস্তানে নিষিদ্ধ হলেও সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে মুক্তভাবে
পাকিস্তানের জাতীয় সন্ত্রাসদমন সংস্থা (NACTA)-র তথ্য অনুযায়ী, লস্কর-ই-তৈবা (LeT) ও জইশ-ই-মোহাম্মদ (JeM) পাকিস্তানে নিষিদ্ধ। হাফিজ সাঈদ বর্তমানে জঙ্গিদের অর্থ সাহাজ্যের মামলায় ৩৩ বছরের সাজা ভোগ করছেন। মাসুদ আজহার জাতিসংঘের ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। তবে হাফিজ ও মাসুদকে নিষিদ্ধ ঘোষণা করলেও, তারা পাকিস্তানে কার্যত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের সংগঠন চালাচ্ছে সামরিক মদতে, এমনই অভিযোগ ভারতের।
আরও পড়ুন: Shubhanshu Shukla: স্পেস সেন্টারের আইকনিক ‘কুপলায়’ হাস্যোজ্জ্বল ভারতীয় নভশ্চর শুভাংশু
ভারতের বিরুদ্ধে অভিযোগ বিলাওয়ালের
বিলাওয়াল বলেন, পাকিস্তানে সন্ত্রাস অর্থ সাহায্য করে বলে যে অভিযোগ আনা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে তাতে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের জন্য সাহায্য করা সম্ভব নয়, কারণ ভারতের পক্ষ থেকে “সহযোগিতার অভাব” রয়েছে। তিনি বলেন, “ভারত কিছু প্রাথমিক পদক্ষেপে সহযোগিতা করতে অস্বীকার করছে। সাক্ষ্য দিতে ভারত থেকে কাউকে পাঠাতে হবে, প্রমাণ দিতে হবে, পাল্টা প্রশ্ন সহ্য করতে হবে।” বিলাওয়াল আরও বলেন, “যদি ভারত সহযোগিতা করে, তবে কাউকে প্রত্যর্পণে কোনও সমস্যা হবে না।” তিনি ভারতের বিরুদ্ধে বিষোদগার করে বলেন, “এই নতুন অস্বাভাবিক অবস্থান পাকিস্তান বা ভারতের কোনও স্বার্থ রক্ষা করে না।”
হাফিজ বন্দি, মাসুদ আফগানিস্তানে: দাবি বিলাওয়ালের
হাফিজ সাঈদ বর্তমানে পাকিস্তান সরকারের হেফাজতে রয়েছেন বলে দাবি করেছেন বিলাওয়াল। মাসুদ আজহারকে ধরা যায়নি বলেও জানান তিনি। পাকিস্তান মনে করে মাসুদ আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। তিনি বলেন, “যদি ভারত প্রমাণ দিতে পারে যে সে পাকিস্তানের মাটিতে আছে, তবে তাকে ধরতে আমরা প্রস্তুত।”
তালহা সঈদের প্রতিক্রিয়া
বিলাওয়ালের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হাফিজ সঈদের ছেলে তালহা সঈদ। তিনি বলেন, পাকিস্তানের একজন নেতা এমন বক্তব্য করতে পারেন না। তিনি দাবি করেন, এই মন্তব্য পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তিকে আঘাত করেছে। তালহা সঈদ নিজেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত। তিনি আরও বলেন, তাদের পরিবার ও অন্যান্যরা হাফিজ সঈদকে ভারতের হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করেছে।