ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাঁচিতে নীরবে পরিবারের মধ্যই এমএস ধোনির ৪৪তম জন্মদিন উদযাপন করলেন (MS Dhoni Birthday)। ভারত জুড়ে ভক্তরা আইকনিক অধিনায়ককে শ্রদ্ধা জানালেন এই দিন।
রাঁচিতে পরিবারের সঙ্গে সাদামাটা উদযাপন (MS Dhoni Birthday)
সোমবার, ৭ জুলাই, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উদযাপন করলেন তার ৪৪তম জন্মদিন (MS Dhoni Birthday)। রাঁচিতে নিজের বাড়িতে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে তিনি এই দিনটি পালন করেন। ধোনির কেক কাটার এবং প্রাণখোলা হাসির একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সাধারণ স্লিভলেস টি-শার্ট পরা ধোনিকে কেক ভাগ করে নিতে দেখা যায় প্রিয়জনদের সঙ্গে।
দক্ষিণী স্টাইলের ভক্তি, সিএসকে প্রেমে ভরা শহর (MS Dhoni Birthday)
ধোনির জনপ্রিয়তা কতটা ব্যাপক, তার প্রমাণ পাওয়া গেল জন্মদিনের আগেই (MS Dhoni Birthday)। বিজয়ওয়াড়ার মতো শহরে ধোনির বিশাল কাটআউট বসানো হয়েছিল, যা দেখে দক্ষিণী সিনেমার হিরোর কথা মনে পড়ে যায়। অনেক ভক্ত চেন্নাই সুপার কিংসের পতাকা ও পোস্টার নিয়ে ধোনিকে শ্রদ্ধা জানান, যেখানে ধোনিকে দেখা যায় দক্ষিণ ভারতীয় পোশাকে। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই সিএসকের সঙ্গে ধোনির যে অটুট সম্পর্ক, তা এখনো সমান প্রাসঙ্গিক।
অবসর নয়, এখনও প্রাসঙ্গিক ধোনি
৪৪ বছর বয়সে এবং আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে পাঁচ বছর পার করলেও ধোনির প্রভাব আজও অটুট। তিনি সদ্য শেষ হওয়া ২০২৫ আইপিএলে সিএসকের অধিনায়ক ছিলেন। যদিও দলটি লিগের শেষ স্থানে শেষ করেছিল, ধোনির শান্ত নেতৃত্ব দলের জন্য ছিল অনুপ্রেরণা ও ভরসা। আগামী বছর ধোনি আবার নামবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছেই। মরসুম শেষের পর ধোনি জানান, তিনি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে “৫ থেকে ৬ মাস সময়” নেবেন।
আরও পড়ুন: New ICC CEO Sanjog Gupta: আইসিসি-র নতুন সিইও হলেন ভারতীয় মিডিয়া ব্যক্তিত্ব সংযোগ গুপ্তা
পরিসংখ্যানে মহামানব
ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৫৩৮টি ম্যাচ, ১৭,২৬৬ রান এবং ৮২৯টি ডিসমিসাল রয়েছে। ওয়ানডেতে তিনি ৫০.৫৭ গড়ে করেছেন ১০,৭৭৩ রান, যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফ-সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রানের ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। তিনি ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলে ১০,০০০-র বেশি রান করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
আরও পড়ুন: Krishna to be dropped at lords: এজবাস্টনে ইতিহাস গড়ল ভারত! লর্ডসে বাদ কৃষ্ণ?
টেস্ট ক্রিকেটে ধোনি খেলেছেন ৯০টি ম্যাচ, যার মধ্যে ৬০টিতে ছিলেন অধিনায়ক। তিনি করেছেন প্রায় ৫,০০০ রান, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ২২৪। অধিনায়ক হিসেবে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি হোয়াইটওয়াশ সহ বেশ কিছু স্মরণীয় সিরিজ জিতেছেন। তিনি এখনো একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি আইসিসির তিনটি সাদা বলের ট্রফি জিতেছেন—২০০৭ টি২০ বিশ্বকাপ, ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি।
নম্রতা, নেতৃত্ব, নিঃশব্দ বিদায়—ধোনি এক কিংবদন্তি
সংখ্যা বা ট্রফির বাইরেও ধোনির আসল কৃতিত্ব তার নম্রতা, শান্ত নেতৃত্ব এবং মর্যাদার সঙ্গে বিদায় নেওয়ায়। তার ৪৪তম জন্মদিনে গোটা দেশ, অফলাইন ও অনলাইনে, একত্রে উদযাপন করল কেবল একজন ক্রিকেটারকে নয়, এমন একজন মানুষকে যিনি নিজের ব্যক্তিত্ব ও সাহসে কোটি মানুষের হৃদয় জয় করেছেন।