Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেব-শুভশ্রী (Dev-Subhashree) অভিনীত ‘ ধূমকেতু’ (Dhumketu) ছবির খবর প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক ছবির ঝলক সামনে আসতেই থাকছে। কখনও দেবের বৃদ্ধ লুক, কখনও ছবির টিজার, যা ছবিকে এক রহস্যের মধ্যে রেখে দিয়েছে। এবার সামনে এল পাহাড়ের কোলে দেব-শুভশ্রীর জুটির মান অভিমানের মুহূর্ত। ‘ধূমকেতু’ (Dhumketu) ছবির প্রথম গান প্রকাশ্যে আসল। ইতিমধ্যে সেই গান দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।
মিষ্টি রোদ মাখা প্রেমের গান (Dev-Subhashree)
ন’বছর পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’ (Dev-Subhashree)। আবারও সেই মন জয় করে নেওয়া জুটির পাহাড়ের কোলে মিষ্টি রোদ মাখা প্রেমের গানে মুগ্ধ দর্শক। ‘ধূমকেতু ‘ ছবির প্রথম গান ‘গানে গানে’ মুক্তি পেল। শুধুমাত্র দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটিই নয় পাশাপাশি অরিজিৎ ও শ্রেয়া ঘোষালের (Arijit singh-Shreya Ghoshal) কন্ঠ , সব মিলিয়ে এই গান দর্শকদের নিয়ে গেল এক অন্য জগতে। এই গানের মধ্যে দিয়ে অনেকেই ফিরে পেলেন নিজেদের পুরাতন স্মৃতিকে। অর্থাৎ সেই ছোট বয়সের প্রেম, সেই স্কুলের গণ্ডি, যা দেব শুভশ্রী জুটির মধ্যে খুঁজে পাওয়া যেত। সহজ কথায় বলা যায়, এই গান বাংলার ছবির দর্শকদের কাছে বাড়তি পাওনা হয়ে রয়ে গেল।
অজানা অপেক্ষায় (Dev-Subhashree)
৭ই জুলাই এই গান মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই জুটির অনুরাগীদের গান নিয়ে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। দেব ও শুভশ্রী গাঙ্গুলীর (Dev-Subhashree) অভিনীত এই ‘ধূমকেতু’ ছবি এতদিন পর্যন্ত প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। যেন মনে হয় কোনও অজানা অপেক্ষার দিন গুনছিল ছবিটি। ২০১৬ সালে ছবির শুটিং সম্পূর্ণ হলেও নানা জটিলতার কারণে মুক্তি আটকে যায়। অবশেষে ১৪ ই আগস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’।
আরও পড়ুন: Nora Fatehi: নোরার জীবনে বড় দুর্ঘটনা, কেঁদে ফেললেন বিমানবন্দরে!
ব্যস্ত অভিমান ভাঙ্গাতে
ধূমকেতু ছবির প্রথম যে গান প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে শুভশ্রী ‘রুপা’ চরিত্রে রয়েছেন। পাহাড়ের কোলে নিরবে সাইকেলে সামনে ফুল সাজিয়ে সে হেঁটে চলেছে। আর পিছন পিছন দেব তাঁর অভিমান ভাঙ্গাতে ব্যস্ত। অরিজিৎ সিং এর কন্ঠে দেব গাইছেন, “গানে গানে যদি আমার মনের কথা, তোমার মনের কাছে পৌঁছে যায়।” বর্তমানে দেব শুভশ্রী হয়ত অনেকখানি সরে গিয়েছেন নিজেদের থেকে, তবে পর্দায় তাঁদের অভিনয় নিঃসন্দেহে ভক্তদের মন জয় করে নিয়েছে তা বলাই যায়। একদিকে দেব শুভশ্রী (Dev-Subhashree ) অন্যদিকে অরিজিৎ শ্রেয়া ঘোষালের (Arijit-Shreya Ghoshal ) কন্ঠ, সব মিলিয়ে দর্শক মজল নস্টালজিয়ায়।
আরও পড়ুন: Shefali Jariwala: শেফালিকে ছাড়া অসুস্থ সিম্বা, সন্তানের জন্য আশীর্বাদ চাইছেন পরাগ!
একের পর এক চমক
‘ধূমকেতু’ ছবির টিজার, দেবের অন্তরালে চলে যাওয়া, দেবের বৃদ্ধ লুক ও প্রস্থেটিক মেকআপ, দেব-শুভশ্রীর রোমান্স অর্থাৎ তাঁদের মান অভিমান দৃশ্য সবই যেন চমক দেবার মতো। তবে ১৪ আগস্ট দর্শক কতটা হলমুখী হবেন, সেটা সময়ের অপেক্ষা।