ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিস অসম সরকারের। কোচবিহারের দিনহাটার রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে ‘বিদেশি’ সন্দেহে নোটিস (NRC Notice) পাঠানো হয়েছে অসমের ফরেনার্স ট্রাইবুনাল থেকে। খবর সামনে আসতেই ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ বলে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
৫০ বছরের পুরনো বাসিন্দাকে বিদেশি তকমা! (NRC Notice)
মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তম ব্রজবাসী গত ৫০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার, রেশন কার্ড থাকলেও তাঁকে বিদেশি হিসেবে সন্দেহ করা হয়েছে। এনআরসি-র নামে এই ধরনের পদক্ষেপকে “অসাংবিধানিক এবং অমানবিক” বলেই ব্যাখ্যা করেছেন তিনি।
আরও পড়ুন: Narendra Modi: ২১ জুলাইয়ের আগে ফের বাংলা সফরে মোদি, দমদমে হতে পারে সভা
‘অসমের এনআরসি বাংলায় চাপাতে চাইছে বিজেপি’ (NRC Notice)
মমতা বলেন, “এই ঘটনাই প্রমাণ করে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপাতে চাইছে। যাদের এখানে কোনো সাংবিধানিক অধিকার নেই, তারাই আমাদের রাজ্যে প্রান্তিক মানুষদের নিশানা করছে। ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে (NRC Notice) ।” তিনি একে একটি “জনবিরোধী, বিভাজনমূলক ও দমনমূলক ষড়যন্ত্র” বলে অভিহিত করেন।
আরও পড়ুন: Dinhata: স্বাধীনতার ৭৮ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত খারিজা হরিদাস ও কোনামুক্তা গ্রাম
ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি বাংলার মানুষের পরিচয় মুছে ফেলতে চাইছে। গণতান্ত্রিক সুরক্ষা ধ্বংস করে, প্রান্তিক মানুষদের নিশানা করে বাংলায় বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না। বাংলা চুপ করে বসে থাকবে না।”
বিরোধীদের ঐক্যের ডাক (NRC Notice)
মুখ্যমন্ত্রী সমস্ত বিরোধী দলগুলিকে এই ইস্যুতে একজোট হওয়ার আহ্বান জানান (NRC Notice) । তিনি বলেন, “যদি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ে, তাহলে এর ফল ভোগ করবে সমস্ত রাজ্য। তাই এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিবাদের।”