ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটি চুক্তির (Manchester United Midfielder Deal) সামনে রয়েছে যা তাদের জন্য ভবিষ্যৎ পরিবর্তনকারী চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।
দল গোছাতে ব্যস্ত ইউনাইটেড, নতুন চমক হতেই পারে (Manchester United Midfielder Deal)
ম্যানচেস্টার ইউনাইটেড দ্রুত একজন স্প্যানিশ তারকাকে দলে নিতে চলেছে বলে খবর ছড়িয়েছে (Manchester United Midfielder Deal)। যদি এই ট্রান্সফার সম্পূর্ণ হয়, তবে এটি এই মরসুমের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি হতে পারে রেড ডেভিলসদের জন্য। ম্যানেজার রুবেন আমোরিম আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, নতুন দলে কিছু জোরালো সংযোজন দরকার। ইতিমধ্যেই মাতেউস কুনহাকে ইউনাইটেডে আনা হয়েছে, যা ছিল এই গ্রীষ্মের প্রথম সাইনিং। খুব শীঘ্রই ব্রায়ান এমবেউমোকেও দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র আক্রমণভাগেই নয়, ইউনাইটেডের নজর পড়েছে মাঝমাঠে একটি নতুন চমক দেওয়ার মতো খেলোয়াড়ের দিকে।
ইতালির সংবাদমাধ্যমে খবর, ইউনাইটেড কাছাকাছি জাভি গ্যরাকে পাওয়ার (Manchester United Midfielder Deal)
ম্যানচেস্টার ইউনাইটেডের সংখ্যালঘু মালিক স্যার জিম র্যাটক্লিফ ওল্ড ট্র্যাফোর্ডে তরুণ প্রতিভা তুলে আনার পরিকল্পনায় জোর দিচ্ছেন (Manchester United Midfielder Deal)। এই লক্ষ্যেই জানুয়ারিতে দলে যোগ দেন কিশোর খেলোয়াড় আয়ডেন হেভেন ও চিডো ওবি। এছাড়া লেচে থেকে ২০ বছর বয়সি প্যাট্রিক ডোরগুওও ইউনাইটেডে যোগ দেন। এর পরেই, ইতালির বিখ্যাত সাংবাদিক দানিয়েলে লঙ্গো (Calciomercato) ‘এক্স’ (পূর্বের টুইটার)-এ একটি পোস্টে জানিয়েছেন যে, ইউনাইটেড স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার জাভি গ্যারাকে দলে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। গত দুই বছরে গ্যরা ভ্যালেন্সিয়ার মূল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এবং লা লিগার অন্যতম সেরা তরুণ মিডফিল্ডার হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ইউরোপের বড় বড় ক্লাব তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে।
গ্যরাকে নিয়ে মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের আগ্রহও ছিল
লঙ্গোর প্রতিবেদন এমন এক সময়ে এসেছে, যখন স্প্যানিশ সংবাদমাধ্যম Mundo Deportivo জানিয়েছে যে অ্যাটলেটিকো মাদ্রিদও ২২ বছর বয়সি এই খেলোয়াড়কে নিতে চায়। এমনকি ইতালিয়ান ক্লাব এসি মিলানও তাঁকে পেতে আগ্রহী। অনেকে মনে করছে, ইউনাইটেডের মাঝমাঠে জাভি গ্যারার মতো একজন “নম্বর ৮” প্রোফাইলের খেলোয়াড় বড় পরিবর্তন এনে দিতে পারেন। তবে এখনো নিশ্চিত নয় যে এই ট্রান্সফার কতটা কাছাকাছি।
আরও পড়ুন: UEFA fines Chelsea-Barcelona: উয়েফার আর্থিক নিয়ম ভঙ্গ! চেলসি-বার্সেলোনাকে নজিরবিহীন শাস্তি
গুজব না কৌশল?
এক প্রতিবেদন জানিয়েছে, হতে পারে লঙ্গো ইচ্ছাকৃতভাবে প্রিমিয়ার লিগ ক্লাবের আগ্রহের কথা ছড়িয়ে মিলানকে দ্রুত পদক্ষেপ নিতে চাপ দিচ্ছেন। কারণ স্পেন কিংবা ইংল্যান্ড থেকে খুব বেশি নির্ভরযোগ্য রিপোর্ট এই বিষয়ে আসেনি। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে জাভি গ্যারার ইউনাইটেডে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এটি হলে, ইউনাইটেডের মাঝমাঠে নতুন মাত্রা যোগ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।