Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা-র বিরুদ্ধে ‘নগদকাণ্ড’ ঘিরে বিতর্ক তুঙ্গে (Justice Yashwant Varma)। তাঁর বাসভবন থেকে আগুন নেভাতে গিয়ে উদ্ধার হয়েছিল আধপোড়া বিপুল পরিমাণ নগদ অর্থ। এরপর থেকেই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠতে থাকে বিভিন্ন মহলে। যদিও তিনি নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন এবং পদত্যাগ করতেও অস্বীকার করেছেন। এ অবস্থায় তাঁকে অপসারণ (ইমপিচমেন্ট) করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র।
বিচারপতির অপসারণের আইনগত প্রক্রিয়া কী? (Justice Yashwant Varma)
ভারতীয় সংবিধানের ১২৪(৪) ও ১২৪(৫) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের কোনও বিচারপতিকে অপসারণ করতে গেলে সংসদে একটি ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হবে(Justice Yashwant Varma)। এর জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে,
১. প্রস্তাব উত্থাপন:
- লোকসভা: কমপক্ষে ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন।
- রাজ্যসভা: কমপক্ষে ৫০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন।
২. দুই কক্ষে গৃহীত হতে হবে:
- ইমপিচমেন্ট প্রস্তাব উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তবেই তা গ্রহণযোগ্য হয়।
৩. তদন্ত কমিটি গঠন:
- লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান একটি তদন্ত কমিটি গঠন করতে অনুরোধ করবেন দেশের প্রধান বিচারপতিকে(Justice Yashwant Varma)।
- এই কমিটিতে থাকেন:
- একজন সুপ্রিম কোর্ট (supreme court of india) বিচারপতি
- একজন হাই কোর্টের মুখ্য বিচারপতি
- একজন বিশিষ্ট আইনজ্ঞ (সরকার মনোনীত)
৪. কমিটির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত:
- তদন্ত কমিটির রিপোর্টে যদি বিচারপতির বিরুদ্ধে অভিযোগ সত্য ও গুরুতর প্রমাণিত হয়, তবে উভয় কক্ষ ফের প্রস্তাব পাস করলে রাষ্ট্রপতি বিচারপতিকে অপসারণের আদেশ দেবেন।

আরও পড়ুন: Jaguar Fighter Jet Crash : রাজস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল IAF-এর Jaguar যুদ্ধবিমান!
কেন্দ্র কী করতে চলেছে? (Justice Yashwant Varma)
- তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না আগেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে বিচারপতি বর্মার ইমপিচমেন্ট সুপারিশ করেছিলেন।
- সূত্র অনুযায়ী, ২১ জুলাই শুরু হতে চলা বাদল অধিবেশনেই বিচারপতি বর্মার বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু হতে পারে।
- যদি এর মধ্যে তিনি পদত্যাগ না করেন, তবে রাজ্যসভা থেকেই প্রস্তাব উত্থাপন শুরু হতে পারে(Justice Yashwant Varma)।
কীভাবে ঘটনার সূত্রপাত? (Justice Yashwant Varma)
- দোলের দিন, বিচারপতি বর্মার বাসভবনে আগ্নিকাণ্ড ঘটে।
- দমকল এসে দেখতে পায় রাশি রাশি আধপোড়া টাকা।
- প্রত্যক্ষদর্শীরাও আদালতের তদন্ত কমিটিকে জানিয়েছেন, তাঁরা আগুনের মাঝে নগদ টাকা দেখেছেন।
- বিচারপতির দাবি, তিনি কিছুই জানতেন না। পরে তাঁকে দিল্লি থেকে ইলাহাবাদ হাই কোর্টে স্থানান্তরিত করা হয়।
রাজনৈতিক প্রতিক্রিয়া (Justice Yashwant Varma)
- বিরোধীরা ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে ধীরে পদক্ষেপের অভিযোগ তুলেছে।
- কেন্দ্রীয় সরকার এই ঘটনায় বিচারব্যবস্থার মর্যাদা রক্ষার দৃষ্টিকোণ থেকে দ্রুত পদক্ষেপ করতে চাইছে বলেই সূত্রের খবর।
যদি বিচারপতি যশবন্ত বর্মা নিজে থেকে পদত্যাগ না করেন, তবে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টই একমাত্র সাংবিধানিক পথ। আইনত এই প্রক্রিয়া দীর্ঘ ও কঠোর হলেও, এটি বিচারব্যবস্থার প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে।
বাদল অধিবেশনে কী পদক্ষেপ নেয় কেন্দ্র, তার দিকেই নজর এখন গোটা দেশের (Justice Yashwant Varma)।