ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আষাঢ়ের বর্ষা থেমে গেলেও (Weather Updates) দক্ষিণবঙ্গের আকাশ এখনও মেঘলা। বৃহস্পতিবার, ১০ জুলাই সকালেও কলকাতায় রোদের দেখা মেলেনি। শহরজুড়ে রয়েছে ঘন মেঘের ঘনঘটা, হালকা হাওয়া এবং কখনও কখনও গুড়িগুড়ি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
কমেছে বৃষ্টির মাত্রা (Weather Updates)
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা কমলেও (Weather Updates) মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে। আলিপুর, দমদম ও শ্রীনিকেতনে বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটারেরও কম। অন্যদিকে, বহরমপুরে সর্বাধিক ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পুরুলিয়ায় ৩৩, ডায়মন্ড হারবারে ৩১.৩, সিউড়িতে ৩০ এবং বাঁকুড়ায় ২৪.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ব্যারাকপুর, কৃষ্ণনগর ও বর্ধমানেও বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল।
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির আশঙ্কা (Weather Updates)
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির আশঙ্কা (Weather Updates) রয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। আজকের সর্বাধিক তাপমাত্রা কলকাতায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৮ ডিগ্রি কম।
আরও পড়ুন: Guru Purnima 2025: লক্ষ্মীবারে গুরুপূর্ণিমা, টোটকায় মিলবে ধন-সমৃদ্ধি!

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির চিহ্ন মিলেছে, তবে সেখানে ভারী বৃষ্টি হয়নি। দার্জিলিঙে ২৩.২ মিলিমিটার, কালিম্পঙে ৩১ মিলিমিটার এবং কোচবিহারে ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা তুলনামূলকভাবে শুষ্কই ছিল।আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে। তার আগ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড়সড় উন্নতির সম্ভাবনা নেই।