ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লিভারপুল ভক্তদের সিবিল রোডে অ্যানফিল্ড মেইন স্ট্যান্ডের মুখোমুখি নির্মিত ডিওগো জোতার একটি ম্যুরালে (Diogo Jota mural underway outside Anfield) তাদের নিজস্ব বার্তা যুক্ত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
‘ফরএভার ২০’ দিয়ে শুরু, এরপর জোটার ছবি আঁকা হবে (Diogo Jota mural underway outside Anfield)
‘MurWalls’ মুরাল শিল্পীরা প্রয়াত লিভারপুল স্ট্রাইকার দিয়োগো জোটা-কে শ্রদ্ধা জানাতে দেয়ালচিত্র আঁকছেন (Diogo Jota mural underway outside Anfield)। মঙ্গলবার থেকে অ্যানফিল্ডের একাংশে এই কাজ শুরু হয়েছে। শিল্পকর্মের শুরু হয়েছে একটি বড় কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে লেখা ‘FOREVER 20’ দিয়ে। এই শব্দগুলি লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক বলেছিলেন জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্পেনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর খবর জানার পর। ভ্যান ডাইক লিখেছিলেন, “একজন চ্যাম্পিয়ন চিরকাল, নম্বর ২০ চিরকাল।”
সমর্থকদের জন্য বার্তা লেখার আমন্ত্রণ (Diogo Jota mural underway outside Anfield)
জোটার ছবি দেয়ালে আঁকার আগেই সমর্থকদের আহ্বান জানানো হয়েছে সেখানে এসে নিজেরা বার্তা লিখতে (Diogo Jota mural underway outside Anfield)। ‘The Redmen TV’-এর ড্যান ক্লাবে এবং ইউটিউবার কোর্টনি নিয়ারি সমর্থকদের হাতে কলম তুলে দেন, যাতে তারা নিজেদের শ্রদ্ধা বার্তা ও জোটার পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারেন।
আরও শিল্পীদের যুক্ত হওয়া, ফান্ড সংগ্রহের উদ্যোগ
MurWalls-এর পাশাপাশি এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুই জনপ্রিয় শিল্পী জন কালশ এবং পল কার্টিস। পল কার্টিস একটি Crowdfunder শুরু করেন, যার মাধ্যমে ইতিমধ্যে ২ হাজার পাউন্ড লক্ষ্য ছাড়িয়ে ১১ গুণ অর্থ সংগ্রহ হয়েছে। কার্টিস জানিয়েছেন, এই বাড়তি অর্থ জোটা নিজে যে চ্যারিটি সমর্থন করতেন, সেখানে দান করা হবে।
অ্যানফিল্ডের শিল্পঐতিহ্যে যুক্ত হচ্ছে জোটার নাম
অ্যানফিল্ডের চারপাশে আগে থেকেই বিভিন্ন লিভারপুল কিংবদন্তিদের দেয়ালচিত্র রয়েছে। এর মধ্যে আছেন ভার্জিল ভ্যান ডাইক, মোহাম্মদ সালাহ, স্টিভেন জেরার্ড, জুর্গেন ক্লপ এবং বিল শ্যাঙ্কলি। এছাড়াও ক্লাব কিংবদন্তি জর্ডান হেন্ডারসন, অ্যালান হ্যানসেন, ইয়ান কলাহান, ফিল নীল, ইয়ান সেন্ট জন, রজার হান্ট, রে ক্লেমেন্স, ইয়ান রাশ, রবি ফাউলার, হাওয়ার্ড গেইল, অ্যালান কেনেডি এবং জেমি ক্যারাঘারদের ম্যুরালও রয়েছে। এই দেয়ালচিত্রগুলো অ্যানফিল্ড ঘুরতে আসা ভক্তদের কাছে একটি বড় আকর্ষণ।

৬৫ গোল করে স্মরণীয় হয়ে থাকবেন জোটা
জোটা ২০২০ সালে উলভস থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন। ক্লাবের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল করেন। তিনি খুব দ্রুত সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন এবং চারটি ট্রফি জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তার মধ্যে সর্বশেষ ছিল প্রিমিয়ার লিগ শিরোপা।
আরও পড়ুন: Shubman Gill Test Ranking: ইতিহাস গড়ে সেরা দশে শুবমান গিল, এক নম্বরে হ্যারি ব্রুক
অন্ত্যেষ্টিতে লিভারপুল দলের উপস্থিতি, প্রাক-মরসুমে সাময়িক বিলম্ব
গত শনিবার পর্তুগালে জোটা ও তার ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন লিভারপুলের খেলোয়াড় ও কর্মীরা। এই কারণে প্রাক-মরসুম অনুশীলন শুরু কিছুটা বিলম্বিত হয়। এটি নিয়ে অনিশ্চয়তা ছিল যে, গ্রীষ্মের প্রথম প্রীতি ম্যাচ আদৌ হবে কি না। তবে এখন নিশ্চিত, রবিবার প্রেস্টনের বিপক্ষে ম্যাচটি পরিকল্পনামাফিকই অনুষ্ঠিত হবে। ইউকে-তে দুপুর ৩টের ম্যাচটি ‘আইটিভি ১’ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।