ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০০০ সালে “কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে অভিনয় করতেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সেই সময় ধারাবাহিকটি দারুণ জনপ্রিয় হয়েছিল। তারপর স্মৃতি ইরানিও অভিনয় থেকে দূরে ছিলেন। কেটে গিয়েছে ২৫ বছর। তবে স্মৃতি ইরানি (Smriti Irani) আবারও ফিরছেন অভিনয়ে। সে সময় তাঁর পারিশ্রমিক ছিল স্বল্পমাত্র। তবে এত বছর পর অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন তিনি?
নতুন ধারাবাহিক (Smriti Irani)
“কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের দ্বিতীয় সিজন আসছে। এই ধারাবাহিকে তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। নতুন যে ধারাবাহিক আসতে চলেছে তাতেও তিনি সেই ‘তুলসী’র চরিত্রেই অভিনয় করবেন বলে জানা গিয়েছে। অনেক বছর অভিনয় থেকে দূরে ছিলেন। তাঁকে পুরোদমে রাজনীতিবিদ হিসেবে দেখা যেত। সে দীর্ঘ সময়ের ব্যাপার। প্রথমে ছিলেন নেত্রী, পরে সংসদ, তারপর কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ সময়টা অনেকটাই লম্বা । এতদিন পর অভিনয়ের জার্নিতে সেই একই চরিত্রে তাঁকে দেখা যাবে। একই চরিত্রে তাঁর কামব্যাক দর্শকের কাছে বেশ কৌতুহল সৃষ্টি করেছে।
পারিশ্রমিক কত? (Smriti Irani)
শোনা গিয়েছে, অভিনয় করার জন্য তিনি প্রতিটি পর্বে চৌদ্দ লাখ টাকা করে নেবেন (Smriti Irani)। কিন্তু একটা সময় এমন গেছে যে, তিনি খুব সামান্য টাকার বিনিময়ে অভিনয় করতেন। স্মৃতি ইরানির প্রথম জীবনটা খুব যে একটা সুখকর ছিল তেমনটা নয়। তিনি বেসরকারি সংস্থার বিপণন কর্মী হিসেবে কাজ করতেন। সেখানে প্রতিমাসে মাইনে পেতেন ১৫০০ টাকা। পরে তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিনয়ে সুযোগ পান। তাঁর প্রথম অভিনয় শুরু ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে। ধারাবাহিকটি প্রযোজনা করেছিলেন শোভা কপূর।
আরও পড়ুন: Koushani Mukherjee: কৌশানির নাম আয়েশা? এবারের পুজোতেই হবে সিক্রেট ফাঁস
জনপ্রিয়তা
এই ধারাবাহিকে তুলসী ও মিহিরের দাম্পত্য রসায়ন দেখতে খুবই পছন্দ করতেন দর্শকেরা। ২০০৮ সালে শেষ হয় ধারাবাহিকটি। আর স্মৃতি ইরানির জনপ্রিয়তার কারণে দীর্ঘ ৮ বছর ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল টিভির পর্দায়। ফলে অনেক বছর কেটে গেলেও তাঁর জনপ্রিয়তা দর্শক আজও মনে রেখেছে। সে কারণেই তাঁর অভিনয়ে ফিরে আসায় দর্শক থেকে অনুরাগীরা ভীষণ খুশি।
আরও পড়ুন: Jhuma Roy: শেষ বারের জন্যেও দেখলেন না বোনকে, শোকে পাথর দেবশ্রী!
উঠছে প্রশ্ন
স্মৃতি ইরানির (Smriti Irani) এত বছর অভিনয়ে ফেরাকে অনেকের মনে আসছে নানা রকম প্রশ্ন। অনেকেই ভাবছেন , এত বছর পর তিনি অভিনয়ে ফিরছেন, কারণ কী? আবার অনেকেরই ধারণা, এত বছর পর অভিনয় করতে তাঁর কি কোন অসুবিধা হবে? তবে স্মৃতি ইরানের মতে, তিনি একজন ফুলটাইম রাজনীতিবিদ আর পার্ট টাইম অভিনেত্রী । তিনি মনে করেন অনেকেই অভিনয়ের পাশাপাশি অন্য কোনও কাজ করে থাকেন। তিনিও রাজনীতির পাশাপাশি অভিনয়ের কাজ করতে চান।