ট্রাইব টিভি বাংলা ডিজিটাল ডেস্ক: শহরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হেনস্থার ঘটনা যেন লেগেই আছে। কসবার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এল এক নতুন অভিযোগ। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার জোকার হরিদেবপুর এলাকার একটি নামী কলেজ। অভিযোগ, কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকা(IIM Joka)ক্যাম্পাসের ভিতরে কেন্দ্রীয় সরকার পরিচালিত ওই ম্যানেজমেন্ট শিক্ষাকেন্দ্রের হস্টেলে এক তরুণীকে ডেকে এনে যৌন নিগ্রহ তথা ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তির আইআইএম জোকার এক ছাত্রের বিরুদ্ধে।
আইআইএম জোকা ক্যাম্পাসে যৌন নিগ্রহ(IIM Joka)
ঘটনার খবর পেয়ে মধ্যরাতে তড়িঘড়ি আইআইএম জোকা ক্যাম্পাসে(IIM Joka)পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশ সূত্রের। এই ব্যাপারে রাত পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি।
কীভাবে ঘটল এই ঘটনা, উঠেছে প্রশ্ন (IIM Joka)
জানা গিয়েছে, জোকার এই ক্যাম্পাস(IIM Joka)আয়তনে অনেক বড়। সবসময় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। এদিকে এই ঘটনা সামনে আসতেই ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় কলেজের ক্যাম্পাসে যৌন নিগ্রহর অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা।
আরও পড়ুন: HC On SSC Recruitment : নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে হয়েছিল? এসএসসি-র থেকে জানতে চাইল হাইকোর্ট
অভিযুক্তের পূর্বপরিচিত নির্যাতিতা
পুলিশ জানিয়েছে, সোশাল মিডিয়ায় অভিযুক্ত ওই তরুণ ছাত্রের সঙ্গে যোগাযোগ হয় তরুণীর। ওই তরুণীর সঙ্গে তার বন্ধুর সম্পর্কের কিছুটা অবনতি হয়। এর পরই তরুণী ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাকে কলেজ ক্যাম্পাসে এদিন আসতে বলা হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সঙ্গে তরুণীর ওই এক পরিচিত। তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। এদিন হস্টেলের ফাঁকা ঘরে তাঁর উপর যৌন নিগ্রহ হয় ও এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলে তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পুলিশকে তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Tollywood Industry: টলিউড ইন্ডাস্ট্রি আজ ‘নরক’! ‘কাটমানি’ দিয়েই নিঃস্ব শিল্পীরা