Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের উইম্বলডনের সেমিফাইনাল ম্যাচে নোভাক জোকোভিচ হেরে যান জ্যানিক সিনারের কাছে (Djokovic shellshocked) এবং ফাইনাল ম্যাচ পয়েন্টের সময় সার্বিয়ান খেলোয়াড়ের প্রতিক্রিয়াই ছিল এই ম্যাচ তার পারফরম্যান্সের সারসংক্ষেপ।
একপেশে লড়াইয়ে পরাজয় (Djokovic shellshocked)
২০২৫ সালের উইম্বলডনের সেমিফাইনালে বড় ধাক্কা খেলেন নোভাক জোকোভিচ (Djokovic shellshocked)। জ্যানিক সিনারের কাছে একপেশে ম্যাচে পরাজিত হলেন এই সার্বিয়ান কিংবদন্তি। ইতালিয়ান তারকা সিনার ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে গেলেন সহজেই। এখন তিনি ফাইনালে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজের। ফরাসি ওপেনের ফাইনালে আলকারাজের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়ে নামবেন সিনার।
বার্ধক্য ও চোট জোকোভিচের পথে বাধা (Djokovic shellshocked)
গত মাসে ফরাসি ওপেনের ফাইনালে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হাতছাড়া করেছিলেন সিনার (Djokovic shellshocked)। এবার উইম্বলডনের মঞ্চে তাঁর পারফরম্যান্স ছিল নিখুঁত। অপরদিকে, ৩৮ বছর বয়সি জোকোভিচের শরীরে যেন বার্ধক্যের ছাপ পড়তে শুরু করেছে। ম্যাচের দ্বিতীয় সেটের শেষে বাঁ ঊরুতে চিকিৎসার প্রয়োজন হয় তাঁর। পুরো ম্যাচজুড়ে দেখা যায়নি তাঁর চেনা দৌড়।
ম্যাচের শেষ দিকে সিনার যেন জোকোভিচকে নিয়ে খেলতে শুরু করেন। শেষ পয়েন্টে সিনার বল পাঠান কোর্টের একদিক দিয়ে, জোকোভিচ কোনওরকমে ফিরিয়ে দেন। এরপর সিনার সহজভাবে বিপরীত দিকে বল মেরে দেন। জোকোভিচ দাঁড়িয়েই থাকেন, প্রতিক্রিয়া দেখাননি, আর সেখানেই শেষ হয় ম্যাচ।
চোট, দুর্ভাগ্য ও ভাগ্যের সহায়তা
জোকোভিচের সেমিফাইনালে খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল আগেই। বুধবার ফ্লাভিও কোবোল্লির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের শেষ গেমে পড়ে গিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার অনুশীলন বাতিল করেন। এসবই তাঁর শারীরিক প্রস্তুতির ঘাটতির ইঙ্গিত দেয়। অন্যদিকে, সিনারের জন্য ভাগ্য সহায়ক হয়। চতুর্থ রাউন্ডে গ্রিগর দিমিত্রভের কাছে পিছিয়ে পড়েছিলে তিনি। তবে সেই ম্যাচে দুই সেটে এগিয়ে থাকা দিমিত্রভ চোট পেয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ান, ফলে অপ্রত্যাশিতভাবে সামনে এগিয়ে যান সিনার।
ম্যাচের পর প্রতিক্রিয়া
ম্যাচের পর জোকোভিচ বলেন, “সত্যি বলতে, কোর্টে থাকা মোটেই সুখকর অভিজ্ঞতা ছিল না। আমি আমার চোট নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না বা অজুহাত দিতে চাই না। আমি শুধু জ্যানিককে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাতে চাই। এটাই যথেষ্ট। ও ফাইনালে গেছে। ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ ছিল।”