ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন মধ্যস্থতায় সাময়িক সংঘর্ষবিরতির মাত্র দু’সপ্তাহের মাথায় আবারও উত্তেজনার সুর চড়াল তেল আভিভ (Israel Katz)। শুক্রবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্জ সরাসরি হুমকি দিয়েছেন, “প্রয়োজনে ফের ইরানের উপর ভয়াবহ হামলা চালানো হবে।” তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় সতর্ক করে বলেন, “ইজরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফাহান — যে কোনও জায়গায় পৌঁছে যেতে পারে।”
অপারেশন রাইজিং লায়ন ও পরবর্তী পরিস্থিতি (Israel Katz)
গত ১২ জুন ইজরায়েলি বিমানবাহিনী (Israel Defense Forces) ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন শহরে ও পরমাণু ঘাঁটিতে বড়সড় বোমাবর্ষণ চালিয়েছিল (Israel Katz)। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন রাইজিং লায়ন’। তার জেরে পরবর্তীতে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইজ়রায়েলি ঘাঁটিগুলিতে।
এরপর ২১ জুন রাতে আবারও ইরানের তিনটি মূল পরমাণু কেন্দ্রে মার্কিন বিমানবাহিনী ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে GBU-57 বাঙ্কার-ব্লাস্টার বোমা ও টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এত বড় আক্রমণের পরও ইরানের হাতে পরমাণু বোমা তৈরির মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে তেল আভিভ দাবি করেছে।
কোন দিকে যাচ্ছে পশ্চিম এশিয়া? (Israel Katz)
গত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইজ়রায়েল-ইরানের মধ্যে একটি সাময়িক সংঘর্ষবিরতি কার্যকর হয় (Israel Katz)। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী কাট্জ়ের এই হুমকির পর আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে, এই সংঘর্ষবিরতি খুব বেশি দিন টিকবে না।
বিশেষজ্ঞদের মতে, কাট্জ়ের এই মন্তব্য আসলে ইরানের কৌশলগত অবস্থান ও পরমাণু অগ্রগতির প্রতি ইজরায়েলের গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতারই প্রতিফলন। একই সঙ্গে এটি ইরানকে সতর্কবার্তা পাঠানোর কূটনৈতিক চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।

আরও পড়ুন: HC On SSC Recruitment : নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে হয়েছিল? এসএসসি-র থেকে জানতে চাইল হাইকোর্ট
ইউরেনিয়াম ও অস্ত্র প্রতিযোগিতার নতুন পর্ব (Israel Katz)
ইজ়রায়েল দাবি করেছে, ইরান এখনও পরমাণু বোমা তৈরির জন্য উপযুক্ত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করে রেখেছে (Israel Katz)। যদিও তেহরান একাধিকবার দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
এদিকে, এমন পরিস্থিতিতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (JCPOA)-র ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। একদিকে মার্কিন মদতে ইজ়রায়েলি হামলা, অন্যদিকে ইরানের জেদ—উভয়ই নতুন এক অস্ত্র প্রতিযোগিতার আবহ তৈরি করছে পশ্চিম এশিয়ায়।

বিপজ্জনক অচলাবস্থার মুখে অঞ্চল (Israel Katz)
ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এই হুমকি শুধু তেহরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে নতুন করে এক সহিংস ভবিষ্যতের মুখোমুখি করে দিল (Israel Katz)। যুদ্ধ আর বিরতির টানাপোড়েনের মধ্যে চরম উত্তেজনার যে আবহ তৈরি হয়েছে, তাতে এক চিড়েই বড়সড় সংঘর্ষ ফের শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে কূটনৈতিক মহলে। বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন ইজ়রায়েল-ইরান দ্বন্দ্বে একটি টেকসই কূটনৈতিক সমাধান—নচেৎ এই সংঘর্ষ যে কোনও সময় রূপ নিতে পারে একটি বৃহৎ আন্তর্জাতিক যুদ্ধে।