ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চিন সহ যেসব দেশ রাশিয়ান জ্বালানি কেনে (Trump Tariff Bomb), তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন বলে জানা গিয়েছে।
বড়সড় অর্থনৈতিক চাপের হুমকি আমদানি করা দেশগুলির উপর (Trump Tariff Bomb)
বিশ্ব অর্থনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প (Trump Tariff Bomb)। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক আইন চালুর কথা ভাবছেন, যেখানে রাশিয়া থেকে জ্বালানি পণ্য; যেমন তেল, গ্যাস বা ইউরেনিয়াম, কিনলে সেই দেশের পণ্যের উপর ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। এই পদক্ষেপ কার্যকর হলে সরাসরি প্রভাব পড়বে রাশিয়ার বড় দুই জ্বালানি আমদানিকারক দেশ ভারত ও চিনের উপর। এই শুল্কের উদ্দেশ্য হল রাশিয়ার জ্বালানি থেকে আয় বন্ধ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধ্য করা।
সমর্থনে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Trump Tariff Bomb)
এই প্রস্তাবের পক্ষে জোরালভাবে সওয়াল করেছেন প্রভাবশালী মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম (Trump Tariff Bomb)। তিনি একে “রাশিয়াকে অর্থনৈতিকভাবে আলাদা করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন। গ্রাহাম বলেন, “আপনি যদি রাশিয়া থেকে জ্বালানি না কিনে ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে আপনার পণ্য আমেরিকায় ৫০০ শতাংশ শুল্কে পড়বে।” ট্রাম্প নাকি এই কঠোর পদক্ষেপ চালুর জন্য উৎসাহও দিয়েছেন বলে জানা গেছে।
ভারতের উপর সম্ভাব্য প্রভাব
যদি এই আইন পাশ হয় এবং ট্রাম্প প্রশাসন তা কার্যকর করে, তাহলে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিতে বাড়তি জোর দেওয়া ভারত ও চিনের মতো দেশগুলির আমেরিকায় রফতানি করা পণ্যের উপর নজিরবিহীন ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। এতে বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা বাড়বে, বিশেষ করে ভারতের সঙ্গে, যাকে আমেরিকার এক কৌশলগত মিত্র হিসেবে দেখা হয়।
আরও পড়ুন: Rohingya Refeugee : রোহিঙ্গা সংকটে নতুন মোড়! দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লক্ষ
অন্য দেশগুলির উপরও নতুন শুল্ক ঘোষণা
এই প্রস্তাবিত শুল্ক ছাড়াও, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি আরও কিছু দেশের উপর নতুন শুল্ক আরোপ করেছেন। ব্রাজিলের উপর ৫০ শতাংশ, কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এছাড়াও ফিলিপিন্স, মলডোভা, শ্রীলঙ্কা ও লিবিয়া-সহ মোট সাতটি দেশের পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: Thales Air Defence Missiles : ইউক্রেনকে ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ব্রিটেন!
কার্যকর হতে পারে ১ আগস্ট থেকে
ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ান জ্বালানি আমদানিকারকদের উপর প্রস্তাবিত ৫০০ শতাংশ কর সহ সমস্ত নতুন শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তগুলির মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিচ্ছে যে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে পেছন থেকে সমর্থন করলে অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খেতে হবে। এতে বিশ্বজুড়ে বাণিজ্যিক সম্পর্ক নতুন করে ভারসাম্যহীন হতে পারে।