ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পর্দায় নারী চরিত্রকে যেন বেশি করে ফুটিয়ে তোলার চেষ্টা চলছে (Jeetu Kamal)। ছোট পর্দায় ইতিমধ্যে রানী ভবানী চরিত্রটি দেখানো হচ্ছে। এবার বড় পর্দায় আসছে আরও এক গুরুত্বপূর্ণ ইতিহাস নির্ভর নারী চরিত্র। আসছে, ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ ছবি। এবার রায়বাঘিনী রূপে ধরা দেবেন শুভশ্রী গাঙ্গুলী। সত্যিই কি আসছে নতুন ছবি? কাঁদেরকে দেখা যাবে অভিনয় করতে?
দাগ কাটার মতো অভিনয় (Jeetu Kamal)
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) এক একটা চরিত্র যেন দর্শকের মনে দাগ কেটে যাওয়ার মতই (Jeetu Kamal)। সম্প্রতি ইন্দ্রদীপ দাশগুপ্তের (Indraadip Dasgupta) ‘গৃহপ্রবেশ’ এ শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এবার শোনা গেল ‘রায়বাঘিনী ভবশঙ্করী ‘ তে শুভশ্রীর চরিত্র নিয়ে। শোনা গিয়েছে, এই ছবিতে শুভশ্রী ছাড়াও আরও দুই গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রকে দেখা যাবে। পরিচালক শুভ্রজিৎ মিত্রের নতুন ছবি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’।
অভিনয়ে কারা? (Jeetu Kamal)
‘রায়বাঘিনী ভবশঙ্করী’ ছবিতে মুখ্য নারী চরিত্র ‘ভবশঙ্করী’ রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly)। শুভশ্রীর স্বামী মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটির ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। আর দাপুটে পাঠক শাসক ওসমান খান লোহানির রূপে দেখা যেতে পারে জিতু কমলকে (Jeetu Kamal)। ছবিটিতে আরও একটি চমক রয়েছে। সেটি হল টলিউড সুপারস্টার জিৎকে (Jeet) এখানে দেখা যাবে আকবরের চরিত্রে। এমনটাই বলছে টলিউডের ফিসফাস। এছাড়াও থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় ও কৌশিক সেন। সম্ভবত দুলর্ভ দত্তর ভূমিকায় কৌশিক সেন (Kaushik Sen), হরিদেব ভট্টাচার্যের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায় ( Kaushik Ganguly) ও শিবযানির চরিত্রে কৌশানিকে ( Koushani Mukherjee) দেখা যাবে। কিন্তু পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) কথায়, এমন খবর পুরোটাই ভিত্তিহীন। এখনও পর্যন্ত তেমন কিছুই ঠিক হয়নি। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন ‘দেবী চৌধুরানী’ নিয়ে।
আরও পড়ুন: Arunima Ghosh: বিয়ের পিঁড়িতে অরুণিমা! টলিপাড়ায় আবারও সানাইয়ের সুর?
উপভোগ করার মজা
বলা যেতে পারে, একের পর এক নারী চরিত্র পর্দায় দেখে দর্শক মহলে রীতিমতো ঝড় তুলেছে। আর এটাই স্বাভাবিক। ইতিহাসের পাতা থেকে যখন কোনও চরিত্রকে পর্দায় দর্শক দেখতে পান তখন তার গুরুত্ব বা উপভোগ করার মজাটাই আলাদা। আর এমন একটি খবরে শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) অনুরাগীরা ও দর্শকরাও কৌতুহল প্রকাশ করছেন। যদিও ছবির কাস্টিং নিয়ে ছবির পরিচালককে আপাতত বিশদে কিছু বলতে শোনা যায়নি।

এক সাথে বহু তারকা
‘ভবশঙ্করী’ ব্রাহ্মণ দীননাথ চৌধুরীর কন্যা । সে ছোটবেলা থেকেই ঘোড়সওয়ারি, তীরন্দাজ ও অসিখেলায় পটু। আর এরই জন্য সে মহারাজা নারায়ণের চোখে পড়বে। ভবশঙ্করী সম্রাট আকবরের কাছে থেকে ‘রায়বাঘিনী’ উপাধি পেয়েছিলেন। বলা যেতে পারে, অনেকগুলি গুরুত্বপূর্ণ চরিত্র একসাথে পর্দায় ফুটে উঠবে। সাথে রয়েছে নামজাদা অভিনয় শিল্পীরা।
আরও পড়ুন: Didi No 1: জমজমাট দিদি নম্বর ওয়ান, আসছে একগুচ্ছ নায়িকার হাঁড়ির খবর !
পর্দায় ফুটে উঠার অপেক্ষা
‘রানী ভবানীর ‘ কাহিনী প্রেক্ষাপটে এই সিনেমা করার ইচ্ছা রয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের। আপাতত তিনি ছবির প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে এই ছবির খবরে দর্শকদের কাছে এক অন্যরকম ছবি ভেসে উঠছে। বলা যায় দর্শকরা অপেক্ষায় থাকতে শুরু করে দিয়েছে, পর্দায় এমন একটি ছবি দেখার জন্য।