ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের অধিকর্তার পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে। শুক্রবার থেকে তাঁর অনির্দিষ্টকালের ছুটি কার্যকর হয়েছে(Hasina’s Daughter)। হু’র সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহেম স্থলাভিষিক্ত হবেন সায়না ওয়াজেদের। তিনি আগামী মঙ্গলবার থেকে দায়িত্ব নেবেন।
অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা-কন্যা (Hasina’s Daughter)
‘হু’-এর ‘হেল্থ পলিসি ওয়াচ’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস কর্মীদের ইমেল করে জানিয়েছেন, সায়মাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে(Hasina’s Daughter)। ছুটির মেয়াদ শুরু হয়েছে শুক্রবার (১১ জুন) থেকেই। আপাতত হাসিনা-কন্যার স্থলাভিষিক্ত হচ্ছেন ‘হু’-এর সহকারী ডিরেক্টর জেনারেল ক্যাথরিনা বহেম। সায়মার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলার কারণেই তাঁর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ করল কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বচ্ছতার স্বার্থে ‘হু’-এর গরিমার কথা মাথায় রেখে সায়মাকে পদচ্যুত করা উচিত এবং তাঁর সমস্ত সুযোগসুবিধা কেড়ে নেওয়া উচিত।

ভুল তথ্য দাখিলের অভিযোগ (Hasina’s Daughter)
সায়মা ওয়াজেদ পুতুল ২০২৪-এর জানুয়ারিতে হু আঞ্চলিক অধিকর্তার দায়িত্ব গ্রহণ করেন(Hasina’s Daughter)। অভিযোগ বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই পদে বসার জন্য তিনি তাঁর মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব কাজে লাগিয়েছিলেন। ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান হিসাবে নির্বাচিত হতে সায়মা ভুল তথ্য দাখিল করেছিলেন বলে অভিযোগ।বাংলাদেশের রাষ্ট্রদূতেরা দেশে দেশে সায়মাকে ভোট দেওয়ার জন্য তদ্বির তদারক করেন। সায়মার প্রতিদ্বন্ধী ছিলেন নেপালের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।হাসিনা কন্যার বিরুদ্ধে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও জালিয়াতির অভিযোগ আছে। বাংলাদেশে এ নিয়ে প্রত্যারণা, জালিয়াতি, নথি জালের অভিযোগে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন-Tennis Academy: নিজস্ব টেনিস অ্যাকাডেমিই ছিল না রাধিকার! মায়ের নীরবতায় রহস্য বাড়ছে
সাম্মানিক পদের দাবি খারিজ (Hasina’s Daughter)
দুর্নীতি দমন কমিশন অভিযোগ করে সায়মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ সুরক্ষিত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পদ দাবি করেন এবং তাতে মিথ্যা যোগ্যতার প্রমাণ পেশ করেছিলেন(Hasina’s Daughter)। অভিযোগগুলি দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিস্তারিত জানিয়েছেন। এসব অভিযোগের ৪ মাস পর তাঁকে ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধানের দায়িত্ব থেকে সরানো হল।অবশ্য বাংলাদেশ সরকার গত বছরই হু’কে জানিয়ে দেয় তারা চায় সায়মাকে আঞ্চলিক অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক। তাঁরা সায়মার প্রত্যর্পণ দাবি করলে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিষয়টির সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জড়িত। ভারতও ওই সংস্থার সদস্য।

আরও পড়ুন-Air India: দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টের পর বাড়তি মন্তব্যে নারাজ এয়ার ইন্ডিয়া! কী বলছে বোয়িং?
ক্ষমতার অপব্যবহারের অভিযোগ (Hasina’s Daughter)
হাসিনা কন্যার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ২৮ লাখ টাকা শুচনা ফাউন্ডেশনের নামে তুলে হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন(Hasina’s Daughter)। তিনি ওই ফাউন্ডেশনের প্রধান ছিলেন।গত সপ্তাহেই হাসিনা কন্যার বিরুদ্ধে ঢাকার একটি আদালত হুলিয়া জারি করে তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। সেই মামলায় হাসিনা, তাঁর বোন রেহানা, হাসিনার পুত্র জয়, রেহানার ছেলে ও দুই মেয়ের নামও আছে। এই মামলা দায়ের হয় ঢাকায় একটি নির্মিয়মান উপনগরীতে প্লট বিলিতে অনিময় নিয়ে।
