ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষা সক্রিয় হওয়ার ফলে পশ্চিমবঙ্গের আকাশ এখনো ভারী (Weather Forecast) মেঘে ঢাকা। এক নিম্নচাপ দুর্বল হওয়ার আগেই নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায়, যার প্রভাবে রাজ্যজুড়ে ফের বাড়তে চলেছে বৃষ্টির প্রকোপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণ ও উত্তর, দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Forecast)
নতুন করে সৃষ্ট নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থান (Weather Forecast) করছে এবং সেটির প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। সেইসঙ্গে উত্তাল হয়ে উঠবে সমুদ্র, ফলে পরবর্তী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় (Weather Forecast) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে বৃষ্টির দাপটও দেখা যাবে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুন: Lucky Zodiacs: চার রাশির জন্য আসছে সুবর্ণ সুযোগ, সোমবারেই খুলবে ভাগ্য!

উত্তরবঙ্গে ফের বৃষ্টির হুঁশিয়ারি
উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়। সপ্তাহের শেষে আবার দুর্যোগ বাড়তে পারে উত্তরবঙ্গে। শনিবার ও রবিবার ফের ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।