ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করে আর্থিক দুর্নীতি মামলায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ পাঁচজনের বিরুদ্ধে সোমবার একাধিক ধারায় চার্জ গঠন করল সিবিআই-এর বিশেষ আদালত। দুর্নীতি দমন আইনের ৭, ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮ ধারায় চার্জ ফ্রেম হল। আগামী ২২ জুলাই থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। ওই দিন প্রথম সাক্ষী হিসেবে তলব করা হয়েছে দুর্নীতির অভিযোগকারী দেবল ঘোষকে।
আখতার আলির অভিযোগেই সামনে আসে আর্থিক দুর্নীতি! (Sandip Ghosh)
আরজি কর হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে চিকিৎসার সরঞ্জাম কেনার টেন্ডার সহ একাধিক আর্থিক বিনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাসপাতালে তিন ঘনিষ্ঠকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
আরও পড়ুন:HC On SSC Recruitment : নম্বরের বিভাজন কার সিদ্ধান্তে হয়েছিল? এসএসসি-র থেকে জানতে চাইল হাইকোর্ট
হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে গ্রেফতার করে। গত বছরের ২৯ নভেম্বর সিবিআই আলিপুর আদালতে যে চার্জশিট জমা দেয়, তাতে এই পাঁচ জনের নাম উল্লেখ করা হয়। বর্তমানে এই পাঁচজনই জেলবন্দী রয়েছেন।
আরও পড়ুন:Suvendu Adhikari: ১৩ জুলাই শুভেন্দুর মিছিলে মেলেনি পুলিশি অনুমতি, অনুমতি না পেয়ে হাইকোর্টে বিজেপি
গতবছরের নয় আগস্ট আরজি করে তরুণী চিকিৎসক কে ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) গ্রেফতার করে সিবিআই। পরে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। কিন্তু সেই মামলায় জামিন পেয়ে যান দু’জনেই। কিন্তু আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলেই রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সেই মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচজনের বিরুদ্ধে সোমবার একাধিক ধারায় চার্জ গঠন করল সিবিআই-এর বিশেষ আদালত।