ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষার সময় প্রকৃতি যেমন সজীব হয়, তেমনই (Contact Lense Care) বাড়ে জীবাণুর দাপট। এই মৌসুমে ঠান্ডা-কাশির পাশাপাশি চোখের সংক্রমণও বাড়ে আশঙ্কাজনক হারে। যারা নিয়মিত কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের জন্য বর্ষা একটি বাড়তি চ্যালেঞ্জ। বৃষ্টির জল, স্যাঁতসেঁতে পরিবেশ, ও জীবাণুবাহী বাতাস-সব মিলিয়ে চোখে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়ে কনট্যাক্ট লেন্স ব্যবহারে দরকার বাড়তি সতর্কতা।
বৃষ্টির জলে ভিজলে লেন্স খুলে ফেলুন (Contact Lense Care)
বর্ষাকালে রাস্তায় বেরিয়ে বৃষ্টিতে ভিজলে কনট্যাক্ট লেন্স পরে (Contact Lense Care) থাকাটা বিপজ্জনক হতে পারে। কারণ, বৃষ্টির জলে বাতাসের ধূলিকণা ও জীবাণু মিশে থাকে। লেন্সে সেই জল লাগলে চোখে সহজেই সংক্রমণ ঘটতে পারে। তাই যদি বৃষ্টিতে ভিজে যান, তবে দ্রুত লেন্স খুলে ফেলুন, চোখ ধুয়ে ফেলুন এবং প্রয়োজনে নতুন লেন্স ব্যবহার করুন।
লেন্স পরার আগে হাত ভালো করে ধুয়ে নিন (Contact Lense Care)
ভেজা বা অপরিষ্কার হাত দিয়ে লেন্স পরলে চোখে জীবাণু প্রবেশ করতে (Contact Lense Care) পারে। তাই লেন্স পরার আগে ও খোলার সময় সাবান দিয়ে হাত ধুয়ে, ভালো করে শুকিয়ে তারপর লেন্স ছোঁয়া উচিত। এই ছোট অভ্যাসটি চোখের বড় বিপদ এড়াতে সাহায্য করবে।
এক তরল বার বার ব্যবহার নয়
কনট্যাক্ট লেন্স সংরক্ষণের জন্য যে তরল (lens solution) ব্যবহৃত হয়, তা যেন প্রতিবার নতুন ও পরিষ্কার হয়। পুরনো বা ব্যবহৃত তরল বারবার ব্যবহার করলে জীবাণু জমে যাওয়ার আশঙ্কা থাকে, যা চোখে সংক্রমণ ঘটাতে পারে। প্রতিদিনের ব্যবহার শেষে লেন্স ভালো করে ধুয়ে নতুন তরলে রেখে দিন।
লেন্সের কৌটোও রাখতে হবে পরিষ্কার
অনেকেই কনটেইনার পরিষ্কার করার বিষয়ে অসতর্ক থাকেন। অথচ, লেন্স রাখার এই ছোট কৌটোটি প্রতিদিন পরিষ্কার না করলে জীবাণু জমে যায়। প্রতি তিন মাস অন্তর কৌটোটি পরিবর্তন করাও চোখের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Subhanshu Sukla: মহাকাশের মিশন শেষে শুভাংশুর ঘরে ফেরার পালা, কী অপেক্ষা করছে পৃথিবীর মাটিতে?
চোখে অস্বস্তি হলেই সতর্ক হোন
কনট্যাক্ট লেন্স পরার পর যদি চোখ লাল হয়ে যায়, জ্বালা করে, বা অস্বস্তি হয়, তাহলে অবিলম্বে লেন্স পরা বন্ধ করুন। এই ধরনের উপসর্গ চোখে সংক্রমণের প্রাথমিক লক্ষণ হতে পারে। দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।