ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার বিদেশমন্ত্রীর এই মন্তব্য ট্রাম্পের হুমকির পর এসেছে যে (Russia on Trump Sanctions), মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে রাশিয়ার উপর “দ্বিতীয় শুল্ক” আরোপ করা হবে।
নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখেও আত্মবিশ্বাসী মস্কো (Russia on Trump Sanctions)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ দিনের যুদ্ধবিরতির আল্টিমেটাম এবং নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাবে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার বলেন, “মস্কো জানতে চায়, কীসের দ্বারা চালিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।” তিনি আরও বলেন, “নতুন নিষেধাজ্ঞা এলেও, আমরা তা সামলে নিতে পারব — এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই।”
ল্যাভরভ এই মন্তব্য করেন ট্রাম্পের বক্তব্যের পরদিন (Russia on Trump Sanctions)। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা সেকেন্ডারি ট্যারিফ আনতে চলেছি। যদি ৫০ দিনের মধ্যে কোনও সমঝোতা না হয়, তাহলে শতভাগ শুল্ক আরোপ করা হবে। ব্যাপারটা একেবারেই সোজা।”
পুতিনের ওপর ট্রাম্পের ক্ষোভ (Russia on Trump Sanctions)
ট্রাম্প প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন (Russia on Trump Sanctions)। তিনি বলেন, “আমি পুতিনের উপর খুবই বিরক্ত। আমি ভাবতাম, উনি যেটা বলেন সেটা মানেন। উনি সুন্দর করে কথা বলেন, তারপর রাতের অন্ধকারে বোমাবর্ষণ করেন — এটা আমার ভালো লাগে না।” ট্রাম্প আরও বলেন, “আমরা খুব কাছাকাছি এসেছিলাম যুদ্ধবিরতির চুক্তিতে। চারবার তো চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু তারপরই রাতে বোমাবর্ষণ শুরু হয়ে যেত, আর সবকিছু ভেস্তে যেত।”
আরও পড়ুন: NATO Chief: ‘পুতিনের উপর বিরক্ত ট্রাম্প!’ জানালেন ন্যাটো প্রধান, কৃতজ্ঞতা জেলেনস্কির
ইউক্রেনকে সমর্থনে প্যাট্রিয়ট মিসাইল পাঠাচ্ছে আমেরিকা
রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমরা ইউক্রেনকে সমর্থন করতে ন্যাটো জোটে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পাঠাচ্ছি। কয়েকটি দেশ, যাদের কাছে ইতিমধ্যেই প্যাট্রিয়ট আছে, তারা নিজেদের মিসাইল বদলে আমাদের সরবরাহ করা প্যাট্রিয়ট নেবে। কিছু মিসাইল তো কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে।”
ন্যাটোর সাপোর্ট পেল ট্রাম্পের অবস্থান
ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তিনি বলেন, “যদি আমি আজ পুতিন হতাম এবং শুনতাম আগামী ৫০ দিনের মধ্যে কী হতে চলেছে, তাহলে আমি নিশ্চিতভাবে ইউক্রেন নিয়ে আলোচনাকে আরও গুরুত্ব দিতাম।”
ট্রাম্পের বার্তা স্পষ্ট: যুদ্ধ চললে শাস্তি হবেই
ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়াটা তাঁকে হতাশ করেছে। তিনি বলেন, “আমরা পুতিনকে নিয়ে খুশি নই। তিনি অনেক মানুষ হত্যা করছেন। এটা অনেক কঠিন পরিস্থিতি হয়ে উঠেছে।” রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থামানোর ইঙ্গিত না দিলেও, ট্রাম্পের ৫০ দিনের আল্টিমেটাম ও সম্ভাব্য শুল্ক আরোপের হুমকি আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখন দেখার, মস্কো কীভাবে প্রতিক্রিয়া জানায় এবং আগামী দিনগুলোতে ইউক্রেন যুদ্ধ কোন দিকে মোড় নেয়।