ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ২০১০ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগে ১৫ বছর পর অবশেষে জট কাটল। নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২১ দিনের মধ্যে ওই নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে বলে বুধবার নির্দেশ দিলেন বিচারপতি পার্থসারথি সেন।
১৫ বছর পর পূরণ হতে চলেছে শূন্যপদ (Calcutta High Court)
১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শেষ বার রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। তার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরি পাননি। দীর্ঘ দেড় দশক পর এ বার সেই শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল।বুধবার ওই মামলার শুনানিতে আগামী ২১ দিনের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে। হাইকোর্টের এই নির্দেশের পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ‘ডি’ কর্মীর ২৯২টি শূন্যপদে নিয়োগে আর কোনও বাধা রইল না।
আরও পড়ুন : Nabanna on WB Flood Situation: বন্যা মোকাবেলায় তৎপর রাজ্য, দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী
১৫ বছর থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া (Calcutta High Court)
২০১০ সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ‘ডি’ কর্মীর ২৯২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১১ সালে পরীক্ষা হয়। সেইসময় অনেক চাকরিপ্রার্থী সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে আবারও পরীক্ষা নেয়। কিন্তু তারপরও সেই জট কাটেনি। সেই পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা দায়ের হয়। ফলে থমকে গিয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ ও নিয়োগ।
আরও পড়ুন : RG Kar Case: ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত, সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করল হাইকোর্ট
আগামী ২১ দিনের মধ্যে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ
বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছিল। শুনানিতে সব পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব চলে। বুধবার সেই মামলার শুনানিতেই আগামী ২১ দিনের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগে ছাড়পত্র দিলেন বিচারপতি পার্থসারথি সেন। অবশেষে ১৫ বছর পর রাজ্য সরকারের মাদ্রাসা স্কুল গুলোতে গ্ৰুপ ‘ডি’ পদে নিয়োগে আর কোনও বাধা রইল না।