ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। ভাদুলিয়া গ্রামে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়রিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত ৭ জন কর্মী। বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
উৎসবের মরশুমে আঁধার ঘনাল খয়রাশোল। দুর্গাপুজোর মহাচতুর্থীর সকালে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল ৭ জন কর্মী। খনির ভিতর থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। এছাড়াও আর কেউ খনির মধ্যে আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আরও পড়ুন: https://tribetv.in/body-of-child-murdered-in-jaynagar-is-being-taken-to-kalyani-aiims/
সোমবার সকালে খয়রাশোলের বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে যে বিস্ফোরণ ঘটানো হয়, সে সময়েই কোনও ভাবে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে।
ইতিমধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন জিএমপিএল-এর আধিকারিক এবং উপর তলার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।