ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবিরাম বৃষ্টির পর অবশেষে বৃহস্পতিবার (Weather Forecast) সকালে কলকাতাবাসী সূর্যের দেখা পেল। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গজুড়ে চলা টানা বর্ষণের পর এ দিনের রোদের ঝলক যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল শহরবাসীর মনে। আবহাওয়া দফতরের মতে, যে নিম্নচাপটি বৃষ্টির মূল উৎস ছিল, তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার থেকে পারদ চড়তে শুরু করেছে (Weather Forecast)
তবে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তির অনুভব (Weather Forecast) বাড়বে। বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েক দিনে আরও তীব্র হতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। কিন্তু বৃহস্পতিবার থেকে পারদ চড়তে শুরু করেছে। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি।
বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই (Weather Forecast)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই কোনও বড়সড় (Weather Forecast) দুর্যোগের আশঙ্কা নেই। তবে বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়ই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে বলেই পূর্বাভাস।
আরও পড়ুন: Weather Update: উত্তর ও পূর্ব ভারতে টানা বর্ষণের সতর্কতা, হিমাচলে ব্যাপক প্রাণহানি!
উত্তরবঙ্গে অনবরত বৃষ্টি
অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়ার চিত্র একেবারেই আলাদা। সেখানে বর্ষা এখনই থামার নয়। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে সেখানে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার থেকে পরিস্থিতি আরও ঘোরালো হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। এমনকি সোমবার এবং মঙ্গলবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।