ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিহারে গরিব-বড়লোক নির্বিশেষে সব গ্রাহক মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন(Free Electricity)। বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবেন বলে জানা গিয়েছে। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে বিহারে বিধানসভার ভোট হওয়ার কথা। এই আবহে ভোট জিততে এবার দিল্লি মডেলে ভরসা রাখলেন প্রবীণ নেতা।
বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity)
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এক্স পোস্টে লেখেন, ‘শুরু থেকেই, আমরা সকলকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি(Free Electricity)। এখন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১ আগস্ট, ২০২৫ থেকে – অর্থাৎ জুলাই বিলিং চক্র থেকে – রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও মূল্য দিতে হবে না।’ নীতীশ আরও জানান যে, এই সিদ্ধান্তের ফলে বিহার জুড়ে মোট ১.৬৭ কোটি পরিবার উপকৃত হবে। ভোটের আগে এটা যে নয়া চাল তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

সৌরবিদ্যুৎ কেন্দ্র (Free Electricity)
পাশাপাশি তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতীশ কুমার(Free Electricity)। জানিয়েছেন, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ বহন করবে তাঁর সরকার।এর ফলে, গৃহস্থালী গ্রাহকদের আর ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যয় করতে হবে না। পাশাপাশি অনুমান অনুসারে, আগামী তিন বছরে রাজ্যে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরশক্তি পাওয়া যাবে।
আরও পড়ুন-Terrorists Fired in Air: পৈশাচিক উল্লাস! পহেলগাঁও জঙ্গি হামলায় বিস্ফোরক বয়ান প্রত্যক্ষদর্শীর
শিক্ষক নিয়োগ (Free Electricity)
একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যে শিক্ষকের শূন্য পদগুলি পূরণের নির্দেশ দিয়েছেন(Free Electricity)। মনে করা হচ্ছে ভোট ঘোষণার আগে তাঁর সরকার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। রাজ্যে এখন ৮৭ হাজার ৭৭৪টি শিক্ষক পদ শূন্য। তবে আগামী দিনে প্রয়োজন হবে ধরে নিয়ে মুখ্যমন্ত্রী পৌনে তিন লাখ পদ পূরণের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য কয়েক হাজার শিক্ষক নিয়োগ করেছে নীতীশ সরকার।গত সপ্তাহে নীতীশ কুমার সরকার চাকরিকে মহিলাদের জন্য ৩৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বলাই বাহুল মহিলা ভোটের কথা বিবেচনায় রেখে শরিক বিজেপির পরামর্শে নীতীশ এই সিদ্ধান্ত নিয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

আরও পড়ুন-Bihar Vote: ‘রিল দেখে সময় নষ্ট…,’ বিহার ভোটার মুখে তরুণদের সতর্ক করলেন ওয়াইসি
পেনশন বৃদ্ধি (Free Electricity)
এর আগে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন নীতীশ(Free Electricity)। এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, এক লাফে ৭০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে।রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারের গরিব, মহিলা, ছাত্র, যুবদের ভোট নিজেদের ঝুলিতে ভরতে একের পর এক জনমুখী প্রকল্পগুলির ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
