ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে পরপর গুলি। নাহ, কোনও সিনেমার দৃশ্যপট নয়। এটাই বাস্তবে ঘটেছে বিহারের রাজধানী পটনায়(Patna)। এই ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়ায়। ঘটনাটি বৃহস্পতিবারের। ঘটনায় ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা।
পটনার হাসপাতালে চলল গুলি!(Patna)
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম চন্দন মিশ্র। প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি। অসুস্থতার জন্য তাঁকে পটনার(Patna) পারস হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আচমকাই সেখানে পাঁচ দুষ্কৃতী ঢোকে। যে ওয়ার্ডে চন্দন ছিলেন, সেই ওয়ার্ডে ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তার পর পালিয়ে যায়। হাসপাতালের ভিতরে গুলি চালিয়ে এক রোগীকে খুন করে নির্বিঘ্নে দুষ্কৃতীরা কী ভাবে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠতে শুরু করেছে রোগীদের নিরাপত্তা নিয়েও।
চন্দনের বিরোধী গ্যাংয়ের ঘটনা, সন্দেহ পুলিশের(Patna)
পুলিশ জানিয়েছে, চন্দনের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি-সহ একাধিক মামলা ঝুলছে। বক্সারের কেসরী নামে এক রং ব্যবসায়ীকে খুনের মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় জেলবন্দি ছিলেন। সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়েছিলেন চন্দন। তাঁর শারীরিক অসুস্থতার জন্য পটনার হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে। সেই সময়েই হাসপাতালে ঢুকে তাঁকে গুলি করা হয়। চন্দনের বিরোধী গ্যাং শেরু এই খুনে জড়িত বলে সন্দেহ পুলিশের। পটনার(Patna)পুলিশ সুপার কার্তিক কে শর্মা জানিয়েছেন, চন্দন কুখ্যাত অপরাধী ছিলেন। এটি গ্যাংওয়ারের বিষয়। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করা হবে।
আরও পড়ুন: Free Electricity: ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী নীতীশ! বিহারের জন্য বড় ঘোষণা
শোরগোল রাজনৈতিক মহলে
এদিকে, এই ঘটনায় আরও একবার বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন উঠেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিহারে পরপর একাধিক খুনের ঘটনা ঘটেছে যেখানে বিজেপি নেতা থেকে আইনজীবী, ব্যবসায়ী খুন হয়েছেন। বিরোধী দল, আরজেডির নেতা তেজস্বী যাদব এই বিষয়ে বলেন, “হাসপাতালের আইসিইউ-র ভিতরে ঢুকে খুন করা হচ্ছে। বিহারে কি কেউ কোথাও সুরক্ষিত?” এখন প্রশ্ন একটাই — রাজনীতির বাদানুবাদের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হাসপাতালের আইসিইউ কিংবা গ্রামের নিজ বাড়ি — কোথাও কি নিরাপদ নয় বিহারের নাগরিক?
আরও পড়ুন: Amarnath Yatra: অমরনাথ যাত্রায় বিপত্তি, ধস ও বৃষ্টিতে মৃত্যু, সাময়িকভাবে বন্ধ তীর্থযাত্রা