ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মামলায় আদালতে বড় স্বস্তি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের(Vineet Goyal)। গত বছর আগস্টে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন উত্তাল গোটা দেশ সেই সময় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এক সাংবাদিক সম্মেলনে নির্যাতিতার নাম প্রকাশ করে ফেলেন। যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)।
দুঃখপ্রকাশ করে আদালতে চিঠি বিনীত গোয়েলের(Vineet Goyal)
বৃহস্পতিবার সেই মামলায় ক্ষমা চেয়ে ও দুঃখপ্রকাশ করে আদালতে চিঠি দিলেন বিনীত গোয়েল(Vineet Goyal)। এই আইপিএস অফিসারের চিঠি গ্ৰহণ করে মামলাটি খারিজ করে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চ। বিনীত গোয়েল আদালতকে দেওয়া চিঠিতে লিখেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে অপমান করতে চাননি। তাই ক্ষমা চাইছেন।
বিচারপতি রাজা শেখর মান্থার পর্যবেক্ষণ(Vineet Goyal)
বিচারপতি রাজা শেখর মান্থা এদিন শুনানিতে তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘যেহেতু বিনীত গোয়েল(Vineet Goyal) দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন, তাই এই মামলাটি খারিজ করে দেওয়া হচ্ছে।’ তবে এদিন আদালত নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে এই বিষয়ে পুলিশদের রাজ্য জুডিশিয়ারি অ্যাকাডেমিকে প্রশিক্ষণ দিতে হবে।
চিঠি গ্ৰহণ করে মামলা খারিজ
এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, অতীতের একাধিক রায়ে উল্লেখ আছে, নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা শাস্তিযোগ্য অপরাধ। বিনীত গোয়েলের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এদিন শুনানিতে মামলার গ্ৰহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁরা জানান, মামলাকারীও নির্যাতিতার নাম উল্লেখ করেছেন। তলবে এভাবে হঠাৎ নাম নেওয়াটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়েছে। কাউকে অপমান করার লক্ষ্য ছিল না বলে জানিয়েছেন বিনীত গোয়েল। আইনে পুলিশ অফিসারকে ‘গুড ফেথ’ দিয়ে বিশেষ প্রোটেকশন দেওয়ার কথা উল্লেখ আছে বলেও আদালতে জানান বিনীত গোয়েলের আইনজীবী। তারপরই মামলাটি খারিজ করে দেন বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Migrant Workers: বাংলা বলার অপরাধে পুশব্যাক! কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের