রূপম রায়, নদিয়া: পুজোর বাদ্যি বেজে গেছে। আজ মহাচতুর্থী। শহর কলকাতায় প্যান্ডেল হপিংয়েও বেড়িয়ে পড়েছে বহু মানুষ। জেলায় জেলায়ও মানুষ মেতে উঠেছে পুজোর আমেজে। এই আবহে এক অভিনব উপায়ে দুর্গা প্রতিমা বানালেন নদিয়ার ১৩ বছরের বালক। কাগজ-কাপড় ও থার্মোকলের প্লেট দিয়ে তৈরি প্রতিমা তাক লাগিয়েছে গোটা রাজ্যবাসীকে।
নদিয়ার জেলার ১৩ বছরের এক বালক বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে নিজের হাতেই গড়ে তুলেছে একটি দুর্গা প্রতিমা। এর আগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসগুলি দিয়েই নানাবিধ জিনিস বানিয়ে তুলেছে এই বালক। মাত্র ১৩ বছরের এই বালকের নাম সংলাপ নাথ। বালকের হাতে গড়া এই প্রতিমা তৈরি করা হয়েছে কাগজ, কাপড় ও বাতিল থার্মোকলের থালা দিয়ে। প্রায় একমাস ধরে ধীরে ধীরে গড়ে তুলেছে একটি দুর্গা প্রতিমা।
সংলাপ কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে রাজা রোডের একটি আবাসনে থাকে। বর্তমানে সে কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রতিমা তৈরি করার প্রসঙ্গে তার অঙ্কন শিক্ষক রাহুল কুন্ডু জানান, ‘ও খুবই প্রতিভাবান একজন শিল্পী মানুষ। সারাবছরই নানা রকম কাজ করে খুবই আনন্দ দেয় সকলকেই। আমি চাই ওর প্রতিভা আরও বিকশিত হোক।’
এই ভাবেই ছোটোদের হাত ধরেই নানা সৃষ্টি ফুটে উঠুক ও পরিবেশ বান্ধব চিন্তাধারার ভাবনা আরও দৃঢ়তা পাক। তবে এই প্রতিমা কোথাও পূজিত হবে না, থাকবে বাড়িতেই। এমনটাই জানান সংলাপ নাথ।