ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা উপকূল(Earthquake in US)। মার্কিন ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা ইউএস জিয়োলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্টের কাছাকাছি পোপোফ দ্বীপের উপকূলে, এবং ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
সুনামি সতর্কতা, পরামর্শ, এবং পরবর্তীকালে প্রত্যাহার (Earthquake in US)
কম্পনের তীব্রতা বুঝেই প্রথমে আলাস্কা উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়(Earthquake in US)। যদিও কিছু ঘণ্টার মধ্যেই ‘সতর্কতা’ শব্দের জায়গায় ‘সুনামি পরামর্শ’ শব্দটি ব্যবহার শুরু করে কর্তৃপক্ষ। পরে সুনামির সম্ভাবনা একেবারে খারিজ করে সতর্কতাও প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে ওই অঞ্চলে জলোচ্ছ্বাস বা সুনামির কোনও বিপদ নেই বলেই আশ্বস্ত করেছে USGS।
ক্ষয়ক্ষতি হয়নি, তবে আতঙ্ক ছড়িয়েছে (Earthquake in US)
মিশিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূকম্পবিদরা জানিয়েছেন, এই মাত্রার ভূমিকম্পে সাধারণত উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে(Earthquake in US)। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু মানুষ বহুতল ভবন থেকে নেমে আসেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো ও ছবিতে কোথাও গাড়ি দুলতে দেখা যাচ্ছে, কোথাও আবার উচ্চ ভবন দুলছে— যদিও এগুলির সত্যতা নিশ্চিতভাবে যাচাই হয়নি।

ভূমিকম্পের নেপথ্যে টেকটোনিক সংঘর্ষ (Earthquake in US)
USGS জানিয়েছে, এই ধরনের ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকার পাতের সংযোগস্থলে সংঘর্ষ থেকেই ঘটে। আলাস্কা উপকূল বরাবর প্রতি বছরই এ ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে। সাধারণত বছরে ৭ থেকে ৮ মাত্রার অন্তত ১০ থেকে ১৫টি ভূমিকম্প হয় এই অঞ্চলে।
আরও পড়ুন: Iran Israel Conflict : পশ্চিম এশিয়ায় অশান্তি! ইরানে যেতে ‘ভেবে দেখার’ পরামর্শ ভারতীয় দূতাবাসের
ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাড়তি সতর্কতা প্রয়োজন (Earthquake in US)
আলাস্কার উপকূল অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এবারের কম্পনে বড় ক্ষয়ক্ষতির খবর নেই, তবুও ৭.৩ মাত্রার ভূমিকম্প ভবিষ্যতের সম্ভাব্য বিপদের ইঙ্গিত দেয়। তাই প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।