ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপেক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে পা রাখতে চলেছেন। দুপুরে এক বিশেষ জনসভা ও সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রায় ৫,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী (PM Modi)।
তেল ও গ্যাস পরিকাঠামোয় বড়সড় লগ্নি (PM Modi)
বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)-এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ₹১,৯৫০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে PNG সংযোগ, CNG সরবরাহ ও স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
‘উর্জা গঙ্গা’ প্রকল্পে রাজ্যে গ্যাস পাইপলাইন (PM Modi)
দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিমি দীর্ঘ অংশটিও উৎসর্গ করা হবে। এটি ‘উর্জা গঙ্গা’ প্রকল্পের অংশ। আনুমানিক ১,১৯০ কোটি ব্যয়ে নির্মিত এই পাইপলাইন পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্য দিয়ে গিয়েছে। লক্ষাধিক পরিবার উপকৃত হবে এই প্রকল্প থেকে।
আরও পড়ুন:Dilip Ghosh: ‘কর্মীরা ডাকলেও দল চায় না’! প্রধানমন্ত্রীর সভায় নয়, ‘বিশেষ কাজে’ দিল্লি গেলেন দিলীপ
পরিবেশ বান্ধব বিদ্যুৎকেন্দ্রের নতুন সংযোজন (PM Modi)
দুর্গাপুর ও রঘুনাথপুরের দুটি থার্মাল পাওয়ার স্টেশনে ফ্লু গ্যাস ডিজালফারাইজেশন (FGD) সিস্টেম বসানোর প্রকল্পও উদ্বোধন করবেন মোদী। ১,৪৫৭ কোটি টাকার এই প্রকল্প বাতাসে দূষণ কমাবে এবং স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
রেল পরিকাঠামোয় উন্নয়ন (PM Modi)
পুরুলিয়া-কোটশিলা রেললাইনের ৩৬ কিমি দ্বৈতকরণ প্রকল্পও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। ₹৩৯০ কোটি টাকার এই প্রকল্পটি রাঁচি, জামশেদপুর, ধানবাদ ও কলকাতার মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহন আরও মসৃণ করবে।
রোড ওভার ব্রিজে যাতায়াতে স্বস্তি (PM Modi)
‘সেতু ভারতম’ প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তোপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটি রোড ওভার ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ₹৩৮০ কোটি টাকার এই সেতুগুলি দুর্ঘটনা রোধে ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বড়সড় সুবিধা দেবে।
জনসভায় মোদীর বার্তা ঘিরে নজর (PM Modi)
এই উন্নয়ন প্রকল্পগুলির সূচনা উপলক্ষে দুর্গাপুরে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল। লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে মোদীর ভাষণ থেকে রাজনৈতিক বার্তা পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সার্বিক উন্নয়নের রূপরেখা ঘোষণা (PM Modi)
আজকের সফরে মোদী পশ্চিমবঙ্গের পরিকাঠামো, শক্তি এবং শিল্পক্ষেত্রে একাধিক পরিবর্তনের বার্তা দিতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের পরিকাঠামোয় এই বিনিয়োগ আগামী দিনে অর্থনীতি ও কর্মসংস্থানে বড় প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।