ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল যুগে (Cyber Fraud) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বেড়েছে সাইবার অপরাধও। ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই কেউ না কেউ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু সম্প্রতি ছত্তীসগঢ় থেকে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। একটি সরকারি রিপোর্ট বলছে, এই রাজ্যে গড়ে প্রতি ২০ মিনিটে কেউ না কেউ সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় অন্তত তিনজন মানুষ ঠকছেন ভুয়ো লিঙ্ক, কল বা মেসেজের ফাঁদে পড়ে।
ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য (Cyber Fraud)
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের দেওয়া তথ্য (Cyber Fraud) অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দুই বছরের মধ্যে রাজ্যে সাইবার প্রতারণার কবলে পড়েছেন প্রায় ৬৭ হাজার ৩৮৯ জন। প্রতারণার পদ্ধতি প্রায় একই রকম কখনও কোনও সরকারি সংস্থার পরিচয় দিয়ে ফোন কল, কখনও আয়কর অফিসার বা সিবিআই অফিসার সেজে ভয় দেখানো, আবার কখনও ভুয়ো ওয়েবসাইট বা লিঙ্ক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি।
১৬ হাজারেরও বেশি সাইবার প্রতারণা (Cyber Fraud)
এইভাবে দীর্ঘ দুই বছরে রাজ্যের মানুষদের কাছ থেকে প্রায় ৭৯১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে (Cyber Fraud) অপরাধীরা। বিশেষ করে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামক প্রতারণার ঘটনা এখন ভয়াবহ রূপ নিয়েছে। রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরেই ১৬ হাজারেরও বেশি সাইবার প্রতারণার অভিযোগ জমা পড়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরানোর, তবুও এখনও পর্যন্ত মাত্র ১০৭ জনের ক্ষেত্রে টাকা উদ্ধার সম্ভব হয়েছে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা
এই সঙ্কটের কথা রাজ্য বিধানসভায় তুলে ধরেছেন বিজেপি বিধায়ক সুনীল সোনি ও গজেন্দ্র যাদব। তাঁদের বক্তব্য, সাইবার অপরাধ শুধু অর্থের ক্ষতিই নয়, মানসিক চাপ এবং আতঙ্কও সৃষ্টি করছে মানুষের মধ্যে। প্রতারণা ঠেকাতে রাজ্য সরকারও কিছু পদক্ষেপ নিচ্ছে। পুলিশ বাহিনীতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাইবার অপরাধ চিহ্নিত করার জন্য। পাশাপাশি তৈরি হচ্ছে সাইবার ক্রাইম বিশেষ থানা। প্রযুক্তিগত দিক থেকে পুলিশের দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে, যেখানে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।
শিক্ষা ও প্রচার বাড়ানো জরুরি
তবুও প্রতিদিন যেভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, তা চিন্তার বিষয়। বিশেষজ্ঞদের মতে, যতটা প্রযুক্তি ব্যবহার বাড়ছে, ততটাই সচেতনতা দরকার। সাধারণ মানুষকে আরও বেশি করে সতর্ক করতে হবে কোন লিঙ্কে ক্লিক করবেন না, কারও সঙ্গে ব্যাঙ্কের ওটিপি বা ব্যক্তিগত তথ্য ভাগ করবেন না, এই বিষয়ে শিক্ষা ও প্রচার বাড়ানো জরুরি।
আরও পড়ুন: Flesh eating Bacteria: বিশ্বজুড়ে মাংসখেকো ব্যাক্টেরিয়ার আতঙ্ক, জারি সতর্কতা!
সব মিলিয়ে, সাইবার প্রতারণা এখন আর শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যা নয়, এটি হয়ে উঠেছে একটি সামাজিক ও মানসিক লড়াইয়ের ক্ষেত্র। সতর্কতা আর সচেতনতাই এর একমাত্র প্রতিরোধ।