ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জন্মদিনেই ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলেকে চৈতন্য বাঘেল গ্রেফতার করল ইডি(Former Chhattisgarh Chief Minister)।জানা গিয়েছে, আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় চৈতন্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।প্রাথমিক তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে আসার পর শুক্রবার ভিলাইয়ের পারিবারিক আবাসনে ফের তল্লাশি চালায় ইডি। তার কিছু ঘণ্টার মধ্যেই চৈতন্যকে হেফাজতে নেয় কেন্দ্রীয় সংস্থা। তাঁকে গ্রেফতার করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র গ্রেফতার (Former Chhattisgarh Chief Minister)
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গেই জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে শুক্রবার ইডি ভুপেশ বাঘেলের বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালায়(Former Chhattisgarh Chief Minister)। অভিযানের সময় দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ির সামনে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়। অবস্থান নেন ইডি ও স্থানীয় পুলিশ। সমর্থকদের একাংশও জড়ো হন।আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে নতুন প্রমাণ হাতে আসতেই ইডি হানা দেয়। এই বাড়িতেই থাকেন চৈতন্য বাঘেলও। ঘণ্টাখানেক তল্লাশি চালানোর পর চৈতন্যকে গ্রেফতার করা হয়।ইডির অভিযোগ, ছত্তিশগড়ের আবগারি দুর্নীতিতে বিপুল ক্ষতি হয়েছে রাজ্যের। প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির অংশীদার ছিলেন চৈতন্য। তিনি এই দুর্নীতি থেকে লাভবান হয়েছেন।

ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারি (Former Chhattisgarh Chief Minister)
এর আগে চলতি বছরের ১০ মার্চ চৈতন্য বাঘেলের বিরুদ্ধে এই ধরনের তল্লাশি চালিয়েছিল অর্থ তছরূপ সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(Former Chhattisgarh Chief Minister)।ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারির তদন্তে ইডি-এর হাতে একটি বড় তথ্য আসে। তদন্তে জানা গিয়েছে, রাজ্যে একটি সংঘবদ্ধ মদ সিন্ডিকেট কাজ করছিল, যার মধ্যে আনোয়ার ঢেবর, অনিল টুটেজা এবং আরও অনেকে ছিলেন। এই কেলেঙ্কারির ফলে প্রায় ২১৬১ কোটি টাকার অবৈধ আয় হয়েছে। ইডির তদন্তে আরও জানা গিয়েছে, তৎকালীন আবগারি মন্ত্রীকে এই কেলেঙ্কারি থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ নগদ টাকা দেওয়া হত।এই মামলায় ইডি এখন পর্যন্ত প্রায় ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
প্রভাবশালী দুর্নীতি চক্র (Former Chhattisgarh Chief Minister)
ইডির তদন্ত এখনও চলছে এবং আরও বড় নাম এতে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে(Former Chhattisgarh Chief Minister)।সূত্রের খবর, চৈতন্য বাঘেল মদ বাণিজ্যকে কেন্দ্র করে ছত্তিশগড়ে গড়ে ওঠা একটি প্রভাবশালী দুর্নীতিচক্রের সঙ্গে যুক্ত। এই কেলেঙ্কারিতে সরকারি স্তরে নিয়ম লঙ্ঘন, লাইসেন্স বণ্টনে স্বজনপোষণ এবং অবৈধ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।তদন্তকারীদের দাবি, শুধু মদ বিক্রির ওপরেই নয়, সংশ্লিষ্ট ঠিকাদার এবং ব্যবসায়ীদের মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার চক্রেও যুক্ত ছিলেন চৈতন্য।

আরও পড়ুন-MNS Workers: মারাঠি সম্প্রদায়কে ‘অপমান’! দোকানের মালিককে মারধর এমএনএস কর্মীদের
কেন্দ্রকে নিশানা ভূপেশ বাঘেলের (Former Chhattisgarh Chief Minister)
এদিকে, জন্মদিনে ছেলের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Former Chhattisgarh Chief Minister)। চৈতনের জন্মদিনেই গ্রেফতারি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, ‘মোদী ও শাহ যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা বিশ্বের কোনও গণতন্ত্রে কেউ দিতে পারবে না। আমার জন্মদিনে দুই সম্মানীয় নেতা আমার পরামর্শদাতা ও অফিসার অন স্পেশাল ডিউটির বাড়িতে ইডি পাঠিয়েছিলেন। আর আজ আমার ছেলে চৈতন্যের জন্মদিনে ইডি আমার বাড়িতে তল্লাশি অভিযান চালাল। ধন্যবাদ এই উপহারের জন্য। আমি সারাজীবন মনে রাখব।’
