ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আধুনিকতার আলো থেকে অনেক দূরে (Russian Rescue in Karnataka), সভ্যতার কোলাহল ছেড়ে একান্তে প্রকৃতির মাঝে নিজের ঠিকানা বানিয়েছিলেন রাশিয়ার এক তরুণী, নিনা কুটিনা। গত কয়েক বছর ধরে দুই মেয়েকে নিয়ে ভারতের গোকর্ণে এক দুর্গম গুহায় বসবাস করছিলেন তিনি। সম্প্রতি স্থানীয় পুলিশ তাঁদের উদ্ধার করেছে।
গুহার অন্ধকারে বসবাস (Russian Rescue in Karnataka)
৪০ বছর বয়সি নিনা, তাঁর ছয় বছরের কন্যা প্রেমা এবং চার বছরের (Russian Rescue in Karnataka) অ্যামাকে নিয়ে থাকতেন সেই গুহায়, যেখানে বছরের পর বছর আগেও ধস নেমেছিল। বিপজ্জনক পরিবেশ, বিষাক্ত পোকামাকড়, সাপ, বন্য জন্তু এ সব কিছুই নিনার কাছে ছিল জীবনের অঙ্গ। পুলিশ যখন তাঁদের খুঁজে পায়, তখন কাপড়ে ঢাকা এক গুহা থেকে ভেসে আসছিল মানুষের কথা বলার শব্দ। কৌতূহলী হয়ে পুলিশ এগিয়ে গিয়ে আবিষ্কার করে এক বিদেশিনী এবং তাঁর দুই সন্তান গুহার অন্ধকারে বসবাস করছেন।
শহরের ব্যস্ততা থেকে দূরে…(Russian Rescue in Karnataka)
পুলিশি জিজ্ঞাসাবাদে নিনা জানান, আধ্যাত্মিক কারণেই শহরের ব্যস্ততা (Russian Rescue in Karnataka) থেকে দূরে এমন একটি নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন তিনি। ধ্যান, প্রার্থনা এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার উদ্দেশ্যেই এমন জীবন যাপন শুরু করেছিলেন। গোয়ায় থাকাকালীন এক গুহায় সন্তানের জন্মও দিয়েছিলেন তিনি, কোনও চিকিৎসকের সাহায্য ছাড়াই।
ভারতে অবৈধভাবে বসবাস
নিনার মতে, তাঁর সন্তানরাও এই জীবনযাত্রায় মানিয়ে নিয়েছে খুব সহজেই। তারা জলপ্রপাতে সাঁতার কাটে, প্রকৃতির কোলে খেলে বেড়ায়, এবং কোনও অভাব বোধ করে না। বরং শহরের তুলনায় এই জীবন অনেক বেশি স্বাস্থ্যকর ও প্রশান্তিময় বলে মনে করেন তিনি। তবে বাস্তবতা ভিন্ন। নিনার ভিসার মেয়াদ ২০১৮ সালেই শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে তিনি ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বর্তমানে তাঁদের নারী ও শিশু উন্নয়ন দফতরের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে এবং রাশিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
না জানিয়েই মেয়েদের নিয়ে গোয়া ছেড়ে গোকর্ণে
নিনার দুই সন্তানের পিতা, এক ইজরায়েলি ব্যবসায়ী ড্রর গোল্ডস্টেইন, জানিয়েছেন যে নিনা তাঁকে না জানিয়েই মেয়েদের নিয়ে গোয়া ছেড়ে গোকর্ণে চলে যান। তিনি চান তাঁর মেয়েরা ভারতে থাকুক, কারণ দেশে পাঠানো হলে তাঁদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা কঠিন হবে।
আরও পড়ুন: Cyber Fraud: সাইবার জালে ছত্তীসগঢ়, প্রতিদিন কোটি টাকার প্রতারণা!
নিনার জীবন একদিকে আত্মনির্ভরতা ও প্রকৃতির প্রতি ভালোবাসার নিদর্শন হলেও, অন্যদিকে তা আইন ও নিরাপত্তার দিক থেকেও প্রশ্নের সম্মুখীন। এই ঘটনাই মনে করিয়ে দেয় স্বাধীন জীবন বেছে নেওয়ার অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই শিশুদের সুরক্ষা এবং আইন মান্যতাও সমান গুরুত্বপূর্ণ।