ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এগিয়ে এল উচ্চ মাধ্যমিকের তৃতীয় (HS 3rd Semester Routine) সেমিস্টার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারই প্রথম বছরে দু’বার উচ্চমাধ্যমিক স্তরে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে চালু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
একগুচ্ছ নির্দেশিকা জারি (HS 3rd Semester Routine)
পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়, চলবে ১ ঘণ্টা ১৫ মিনিট, অর্থাৎ শেষ হবে (HS 3rd Semester Routine) সকাল ১১টা ১৫ মিনিটে। তবে ভিস্যুয়াল আর্ট, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে মাত্র ৪৫ মিনিটের, সকাল ১০টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত। প্রথম দিনের পরীক্ষা ৮ সেপ্টেম্বর, প্রথম ভাষা দিয়ে শুরু। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ভাষা, অর্থনীতি, ফিজিক্স, ইতিহাস, অঙ্ক, বায়োলজি-সহ বিভিন্ন বিষয় হবে নির্দিষ্ট দিনে। পরীক্ষা হবে একেবারে নতুন পদ্ধতিতে OMR শিটে। ফলে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শিক্ষা সংসদ।
সঠিকভাবে দাগ দিতে হবে (HS 3rd Semester Routine)
এই OMR পদ্ধতিতে পরীক্ষার্থীদের শুধুমাত্র কালো বা নীল বল পেন ব্যবহার করতে (HS 3rd Semester Routine) হবে। জেল বা ফাউন্টেন পেন চলবে না। OMR শিটে নির্ধারিত জায়গায় সঠিকভাবে দাগ দিতে হবে, যাতে স্ক্যানারে সমস্যা না হয়। শিট ভাঁজ, ছেঁড়া বা নোংরা হলে বাতিল হয়ে যেতে পারে।
অ্যাডমিট কার্ড প্রকাশ
অনলাইনে অ্যাডমিট কার্ড প্রকাশ করবে সংসদ। প্রতিটি স্কুলের প্রধান সেটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং বিতরণ করবেন পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য অ্যাডমিট কার্ড ছাড়াও থাকতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। পরীক্ষার দিন পরীক্ষার্থী সঙ্গে রাখতে পারবে স্বচ্ছ পেন্সিল বক্স, স্বচ্ছ জল বোতল, স্বচ্ছ ক্লিপ বোর্ড, পেন্সিল, ইরেজার। তবে মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্টওয়াচ, ব্যাগ, লগ টেবিল, ক্যালকুলেটর এই সমস্ত কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।
অনুমতি সাপেক্ষে ব্যতিক্রম
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। অভিভাবকরা কেন্দ্রে ঢুকতে পারবেন না, মূল গেট পর্যন্তই থাকতে হবে। কোনও পরীক্ষার্থী অসুস্থ হলে তার জন্য আলাদা বসার ব্যবস্থা করতে হবে। যদি পরীক্ষা চলাকালীন বিষয়টি সামনে আসে, তাহলে তার OMR শিট আলাদাভাবে প্যাক করে সংশ্লিষ্ট হল-এ পাঠাতে হবে। সংসদের নির্দেশ অনুযায়ী, অ্যাডমিট কার্ডে যে যে বিষয় লেখা থাকবে, পরীক্ষার্থী কেবল সেগুলোরই পরীক্ষা দিতে পারবে। অন্য কোনও বিষয়ে বসা যাবে না, তবে বিশেষ পরিস্থিতিতে সেন্টার সেক্রেটারির অনুমতি সাপেক্ষে ব্যতিক্রম হতে পারে।
আরও পড়ুন: Patna Hospital: পাটনার হাসপাতালের আইসিইউতে গুলি, জঙ্গি কায়দায় খুন!
সতর্কতা, সময়ানুবর্তিতা ও নির্দেশ মানার ওপর এবার বিশেষ জোর দিচ্ছে শিক্ষা সংসদ। কারণ, OMR পদ্ধতির সঙ্গে রয়েছে একদম নতুন মূল্যায়ন প্রক্রিয়া যেখানে ছোট ভুলও বড় প্রভাব ফেলতে পারে। অতএব, শুরু থেকেই পড়ুয়াদের প্রস্তুতি নিতে হবে নিয়ম মেনে, মন দিয়ে।