ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি-এর(SSC) নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে(Suprem Court) স্পেশাল লিভ পিটিশন (এস এল পি) দায়ের করলেন চাকরিপ্রার্থীদের একাংশ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ(SSC)
উল্লেখ্য, গত বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সীমিত দাসের ডিভিশন বেঞ্চ রায়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ এসএসসি-এর(SSC)নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে তারা হস্তক্ষেপ করবেন না। গত ৩০ মে রাজ্য শিক্ষা দফতর এবং এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তি মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া। নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যত আবেদন হয়েছিল হাইকোর্টে, সব আবেদনে খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা ও চাকরি প্রার্থীদের একাংশ। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবারও জট তৈরি হলো তাতে কোনও সন্দেহ নেই।
সুপ্রিম নির্দেশে ২৬ হাজারের চাকরি বাতিল(SSC)
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি(SSC) ২০১৬ তে ২৬ হাজারের চাকরি বাতিল হয়। এরপর স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এবং এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে গত ৩০ মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। তারপরই সেই বিজ্ঞপ্তিকে অবৈধ দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।
আরও পড়ুন: Subhabrata Chatterjee on Tollywood: টলিউডে দমবন্ধকর পরিস্থিতি! সরব পরিচালক শুভব্রত চ্যাটার্জী
নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম নির্দেশ উলঙ্ঘন!
মামলাকারীদের অভিযোগ, নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ উলঙ্ঘন করা হয়েছে। নম্বর বিভাজন থেকে শুরু করে বয়স সীমা ছাড়ের বিষয়ে একাধিক পরিবর্তন করা হয়েছে। যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। মামলাকারীরা দাবি করেন, ২০১৬ সালের বিজ্ঞপ্তি মেনেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অপরিবর্তিত রাখার পাশাপাশি চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া করার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারা যোগ্য শিক্ষক এবং বঞ্চিত চাকরির প্রার্থীরা।
আরও পড়ুন: Vineet Goyal: ‘ক্ষমা চাইছি….’, আরজি কর কাণ্ডে ক্ষমা চেয়ে হাইকোর্টে চিঠি বিনীত গোয়েলের
সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা
গত সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার চূড়ান্ত শুনানি হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর চূড়ান্ত শুনানি শেষ করেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ গত বুধবার রায় ঘোষণা করতে গিয়ে বলেন, এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না আদালত। সেইসঙ্গে এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যত আবেদন হয়েছে সব আবেদনও খারিজ করে দেন তিনি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীরা।