ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই জাহাজটি (INS Nistar) গভীর সমুদ্রে জটিল ডাইভিং এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। সঞ্জয় শেঠ বলেন, নিস্তার এই অঞ্চলে ‘প্রথম প্রতিক্রিয়াশীল’ এবং ‘পছন্দের নিরাপত্তা অংশীদার’ হিসেবে ভারতীয় নৌবাহিনীর ভূমিকাকে দৃঢ়ভাবে শক্তিশালী করে। জাহাজটি কেবল একটি প্রযুক্তিগত সম্পদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষমতা দেয় বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান।
দেশের প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ডাইভিং সাপোর্ট ভেসেল (INS Nistar)
ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা ও নির্মিত ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তার (INS Nistar) ১৮ জুলাই ২০২৫-এ বিশাখাপত্তনমে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিত এই জাহাজটি দুইটি ডাইভিং সাপোর্ট ভেসেলের মধ্যে প্রথম। এটি গভীর সমুদ্রে জটিল স্যাচুরেশন ডাইভিং ও উদ্ধার অভিযান চালাতে সক্ষম। এই ধরনের সামুদ্রিক উদ্ধার সক্ষমতা বিশ্বে কিছু নির্দিষ্ট নৌবাহিনীরই রয়েছে।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর বার্তা (INS Nistar)
অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ ভারতীয় নৌবাহিনী এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের প্রশংসা করেন (INS Nistar)। তিনি বলেন, যুদ্ধজাহাজ নির্মাণে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে আত্মনির্ভরতা ক্রমাগত বাড়ছে। আইএনএস নিস্তারের অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীকে এই অঞ্চলের ‘প্রথম সাড়া প্রদানকারী’ ও ‘বিশ্বস্ত নিরাপত্তা অংশীদার’ হিসেবে আরও শক্তিশালী করেছে। বর্তমানে সরকারের আত্মনির্ভর ভারত অভিযানের অংশ হিসেবে নির্মাণাধীন ৫৭টি নতুন যুদ্ধজাহাজই সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, ভারত তার প্রতিপক্ষের যেকোনও রকমের দুঃসাহসিকতা মোকাবিলায় প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। নিস্তারের অন্তর্ভুক্তি ভারতীয় জাহাজ নির্মাণ ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক।

নৌবাহিনী প্রধানের বক্তব্য
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী বলেন, আইএনএস নিস্তার শুধু একটি প্রযুক্তি নির্ভর জাহাজ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল সহযোগী। এটি ভারতীয় নৌবাহিনী এবং এই অঞ্চলের অংশীদারদের জন্য সাবমেরিন উদ্ধার অভিযানে বড় ভূমিকা নেবে। এতে ভারত এই অঞ্চলে ‘প্রেফার্ড সাবমেরিন রেসকিউ পার্টনার’ হয়ে উঠবে। আইএনএস নিস্তারের অন্তর্ভুক্তি আমাদের সামুদ্রিক শিল্প-ভিত্তির সক্ষমতা এবং পরিণতিকে তুলে ধরে। এটি আত্মনির্ভর ভারতের আরও একটি উজ্জ্বল উদাহরণ।
আরও পড়ুন: Bomb Threat: নিশানায় একের পর এক স্কুল! বোমাতঙ্কের ইমেলে হুলস্থুল দিল্লি-বেঙ্গালুরু

আইএনএস নিস্তার সম্পর্কে বিস্তারিত তথ্য
আইএনএস নিস্তারে আধুনিক ডাইভিং সরঞ্জাম সংযুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে রিমোটলি অপারেটেড ভেহিকল, সেল্ফ-প্রপেলড হাইপারবারিক লাইফ বোট এবং ডাইভিং কম্প্রেশন চেম্বার। এটি সমুদ্রের ৩০০ মিটার গভীরতায় ডাইভিং ও উদ্ধার অভিযান চালাতে পারে। এটি একটি সাবমেরিন বিপর্যস্ত অবস্থায় থাকলে, গভীর জলের নিচ থেকে সেটিকে উদ্ধার ও সরিয়ে আনার জন্য ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহৃত হবে। এই ১১৮ মিটার দৈর্ঘ্যের এবং ১০,০০০ টনেরও বেশি ভারবাহী জাহাজের অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীর জলের নিচে অভিযানে সক্ষমতা আরও শক্তিশালী করল। প্রায় ১২০টি এমএসএমই-র অংশগ্রহণ এবং ৮০ শতাংশের বেশি দেশীয় উপকরণ ব্যবহারে আইএনএস নিস্তার আন্তর্জাতিক মানে জটিল জাহাজ নির্মাণে ভারতের সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে।
আরও পড়ুন: Patna Hospital: পাটনার হাসপাতালের আইসিইউতে গুলি, জঙ্গি কায়দায় খুন!

অনুষ্ঠানে উপস্থির ছিলেন
এই অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নৌ-কর্মকর্তারা, বিশিষ্ট অতিথি, আগের আইএনএস নিস্তারের কর্মীরা এবং হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধিরা।