ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Shastri on Pant role in Manchester) বলেছেন যে তিনি ম্যানচেস্টার টেস্টে ঋষভ পন্থকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানোর সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন এবং বলেছেন যে এটি তাঁর আঘাতের পরিস্থিতি আরও খারাপ করতে পারে।
ম্যানচেস্টার টেস্টে ঋষভ পন্থের খেলা নিয়ে প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী (Shastri on Pant role in Manchester)
ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের আঙুলে চোট রয়েছে (Shastri on Pant role in Manchester)। সেই অবস্থায় আগামী সপ্তাহে ম্যানচেস্টার টেস্টে তাকে খেলানো উচিত হবে না বলে মত দিয়েছেন প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। গত সপ্তাহে লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে কিপিং করার সময় তার বাঁহাতের তর্জনীতে বল লাগে। জসপ্রীত বুমরাহর এক ডেলিভারি লেগ সাইডে যাওয়ার সময় তা ধরতে গিয়ে ঋষভের আঙুলে আঘাত লাগে। এরপর স্পষ্টভাবেই তাকে অস্বস্তিতে দেখা যায়। উইকেটরক্ষকের জায়গায় বদলি হিসেবে কিপিং করেন ধ্রুব জুরেল। তবে পন্থ দুই ইনিংসেই ব্যাট করেন। তিনি পঞ্চম স্থানে নেমে প্রথম ইনিংসে ৭৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন। ভারত ম্যাচে ২২ রানে হেরে এখন সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে। ভারতীয় দল বর্তমানে বেকেনহ্যামে অনুশীলনে ব্যস্ত।
ব্যাটার হিসেবে খেলানোর ইঙ্গিত (Shastri on Pant role in Manchester)
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বৃহস্পতিবার ইঙ্গিত দেন যে, পন্থ ম্যানচেস্টার টেস্টে ব্যাটার হিসেবে খেলতে পারেন (Shastri on Pant role in Manchester)। তিনি বলেন, “ও ম্যানচেস্টারে টেস্টের আগে ব্যাট করবে। আমার মনে হয় না যে ওকে টেস্ট থেকে বাদ দেওয়া যাবে। তৃতীয় টেস্টে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও ব্যাট করেছে, এখন তার আঙুলে একটু স্বস্তি আসছে।” তিনি আরও বলেন, “উইকেটকিপিংই পুরো পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপ। আমরা নিশ্চিত হতে চাই, ও কিপ করতে পারবে কিনা। আবার ইনিংসের মাঝে কিপার বদল করার পরিস্থিতিতে পড়তে চাই না।”
চোট থাকলে ফিল্ডিং করাই বিপজ্জনক, বলছেন শাস্ত্রী (Shastri on Pant role in Manchester)
তবে রবি শাস্ত্রী এর বিরোধিতা করেন। তিনি বলেন, যদি পন্থ কিপ না করতে পারেন, তাহলে তাকে শুধু ব্যাটার হিসেবে খেলানো আরও বিপজ্জনক হতে পারে। শাস্ত্রী বলেন, “যদি ও ব্যাট করে আর কিপ না করে, তাহলে ওকে ফিল্ডিং করতেই হবে। ফিল্ডিং করা আরও খারাপ। গ্লাভস থাকলে কিছুটা সুরক্ষা থাকে। গ্লাভস ছাড়া যদি আবার কোনও বল হাতে লাগে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। এতে চোট বাড়বে।”
চোট কতটা গুরুতর, সেটাই সিদ্ধান্ত নেওয়ার আগে জানা দরকার
রবি শাস্ত্রী আরও বলেন, “চোটটা ফ্র্যাকচার কিনা সেটা আগে দেখতে হবে। যদি এটা চিড় হয়, তাহলে ওর বিশ্রাম নেওয়া উচিত, যেন ওভাল টেস্টে পুরো ফিট হয়ে ফিরতে পারে। এখন আর বদলি খেলোয়াড় পাওয়া যাবে না। সবাই জেনে গিয়েছে যে ও চোট পেয়েছে। তাই পরের টেস্টে দলে নামলে ওকে কিপিং এবং ব্যাটিং দুটোই করতে হবে। একটাকে বাদ দেওয়া যাবে না। তবে যদি এটা ফ্র্যাকচার না হয়, তাহলে ও খেলবে।”
ধারাবাহিকভাবে ভালো ফর্মে রয়েছেন পন্থ
এই সফরে পন্থ ভারতের অন্যতম সফল ব্যাটার। ছ’টি ইনিংসে তিনি ৭০.৮৩ গড়ে ৪২৫ রান করেছেন। সহকারী কোচ টেন ডেসকাটে বলেন, পন্থকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য যথাসম্ভব সময় দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আজ ও বিশ্রাম নিয়েছে, যাতে তার আঙুল আরও একটু সময় পায় সেরে ওঠার জন্য। আশা করছি, ম্যানচেস্টারে প্রথম দিনেই ও মাঠে নামতে পারবে। ও আমাদের ভাবনায় আছে। যদি ও ফিট হয়, তাহলে ও পরের টেস্টে খেলবে এবং দুটো কাজই করবে — ব্যাটিং ও কিপিং।”