ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পিসিবি, আর্থিক অনিয়ম এবং চুক্তির কারণে আজহার মাহমুদকে ছেড়ে দিতে সমস্যার মুখোমুখি হচ্ছে (PCB In Mess)। অন্তর্বর্তীকালীন লাল-বল কোচ হিসেবে অসন্তুষ্ট মাহমুদ জুনিয়র দলের ভূমিকার জন্য অনুরোধ করেছিলেন।
ছাঁটাই করতে চেয়েও পারছে না বোর্ড (PCB In Mess)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জটিলতা যেন থামছেই না (PCB In Mess)। সাম্প্রতিক আর্থিক অনিয়মের অভিযোগের পরে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে জাতীয় দলের লাল বলের অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদকে ঘিরে। বোর্ড তাকে ছাঁটাই করতে চাইলেও, বাধ্য হয়ে তার চাকরি বহাল রেখেছে এবং তাকে টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করেছে। পিটিআই সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পিসিবির সঙ্গে আজহার মাহমুদের চুক্তি ২০২৬ সালের এপ্রিল-মে পর্যন্ত। এই চুক্তি অনুযায়ী, তাকে এখন ছাঁটাই করতে হলে ছয় মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে, যার পরিমাণ প্রায় ৪৫ কোটি পাকিস্তানি রুপি (প্রায় ১.৩৭ কোটি ভারতীয় রুপি বা ১.৬ লাখ মার্কিন ডলার)।
নিজস্ব স্টাফ চান হেসন, বাদ আজহার (PCB In Mess)
একটি সূত্র জানিয়েছে (PCB In Mess), “এই কারণেই বোর্ড তাকে জাতীয় টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করেছে। সমস্যা শুরু হয় যখন হোয়াইট বল দলের নতুন কোচ মাইক হেসন জানিয়ে দেন, তিনি নিজের স্টাফ নিয়োগ করবেন এবং সেখানে আজহারের কোনও জায়গা থাকবে না। তখন বোর্ডের সামনে চ্যালেঞ্জ দাঁড়ায়, আজহারের মতো একজনকে এত বড় বেতন দিয়ে রাখার যৌক্তিকতা কী হবে।” আজহার মাহমুদ নিজেও এই অবস্থায় খুশি নন বলে জানা গেছে। তিনি বোর্ডের কাছে জাতীয় জুনিয়র দলের সঙ্গে কাজ করার অনুরোধ করেছিলেন, কিন্তু বোর্ড তাও অনুমোদন করেনি।
আরও পড়ুন: Asia Cup in limbo: এশিয়া কাপ ২০২৫ নিয়ে অনিশ্চয়তা, ঢাকায় বৈঠক হলে যোগ দেবে না ভারতসহ কয়েকটি দেশ
বোর্ডের অন্দরেও অসন্তোষ
প্রাক্তন পেসার এবং বর্তমান নির্বাচক ও জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান আকিব জাভেদ, যিনি বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভির ঘনিষ্ঠ, তিনিও আজহারের কোচিং স্টাইল নিয়ে অসন্তুষ্ট। সূত্র জানিয়েছে, “তবে চুক্তির ভিত্তিতে তাকে এখনই সরানো যাচ্ছে না, তাই তাকে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে।”
আগেও একই সমস্যায় পিসিবি
এই ধরনের চুক্তিভিত্তিক সমস্যায় এর আগে বোর্ড পড়েছে ওয়াকার ইউনিস, সাকলেন মুশতাক, মিসবাহ-উল-হক ও সরফরাজ আহমেদের ক্ষেত্রেও। তারা চ্যাম্পিয়নস কাপের ঘরোয়া দলের মেন্টর হিসেবে নিয়োগ হয়েছিলেন, কিন্তু একটি মরসুম শেষ হওয়ার আগেই সেই চুক্তি বাতিল করতে হয়।
আরও পড়ুন: Siraj Finds Support From England: লর্ডস টেস্টে উত্তপ্ত পরিস্থিতি, স্লেজিং
আজহারের প্রথম কাজ দক্ষিণ আফ্রিকা সফর
১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার মাহমুদ। এই সময়ে তিনি ১৬২টি আন্তর্জাতিক উইকেট নেন এবং দুই ফর্ম্যাট মিলিয়ে ২৪০০-র বেশি রান করেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে প্রথম দায়িত্ব হবে দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরে দুটি টেস্ট ম্যাচ পরিচালনা করা। এখন দেখার বিষয়, এই বিতর্কের মাঝে পিসিবি কীভাবে আজহারের চুক্তি এবং দল পরিচালনার ভারসাম্য বজায় রাখে।