ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কলকাতার দুর্গাপুজোর সেরার সেরা দুর্গাপুজোর মধ্যে অন্যতম রাজডাঙ্গা নব উদয় সংঘ । এ বছর তাদের পুজো ৪১ তম বর্ষে পদার্পণ করেছে। প্রকৃতি ও প্রযুক্তির যে মেলবন্ধন সেই ছবিই ফুটিয়ে তোলা হয়েছে উদ্যোক্তাদের ভাবনায় পুজো মণ্ডপে।
পুরনো ঐতিহ্য ভুলে মানুষ যেভাবে প্রযুক্তির দিকে ছুটে চলেছে তাতে যে কতটা ক্ষতি হচ্ছে সেই বার্তায় ফুটিয়ে তোলা হয়েছে রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘের ভাবনায়। মানুষের জন্য এটা কতটা ক্ষতিকর পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিনে সেই বার্তা দিয়েছেন পুজোর থিম মেকার শুভময় সিনহা। মণ্ডপের ভিতরে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন শান্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে একটি গাছ পাশাপাশি দেখতে পারবেন প্রকৃতির একটা আলো জ্বলে উঠেছে ।
আমরা প্রায় হারিয়ে ফেলেছি আগেকার দিনের সভ্যতা। পুরনো দিনের সেই চিত্র। তবে এই যে অমানবিকতার বার্তাকে দূরে সরিয়ে এইবার এক অভিনব বার্তা নিয়ে এসেছে রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘ। মণ্ডপ তৈরিতে যে সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই সবই কিন্তু কোনটাই ক্ষতিকারক নয় পরিবেশের জন্য। এক কথায় পরিবেশবান্ধব থিমই ফুটে উঠেছে। প্রযুক্তি আমাদের বন্ধু। কিন্তু প্রকৃতি আমাদের মা এই বার্তা দিয়ে প্রকাশ হয়েছে তাদের এইবারের পুজো মণ্ডপ।
মণ্ডপের ভিতরে এমন কোনও দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়নি যেটাতে মনে করা হয় পরিবেশের ক্ষতি হচ্ছে। দিনের পর দিন প্রযুক্তি ক্রমাগত এগিয়ে চললেও প্রকৃতির কিন্তু একটা অবদান রয়েছে। প্রকৃতির সঙ্গে ভারসাম্যতার সেই চিত্রই এখানে তুলে ধরা হয়েছে। যা সহজেই আকৃষ্ট করবে দর্শকদের।