ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আদালতকে রাজনীতির জায়গা তৈরি করার চেষ্টা করবেন না। রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন(SC on Mamata Banerjee)।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গওয়াই।
২০১৬ এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে নিয়ে এবং বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গত ২৪ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন এই মামলাটি দায়ের করে।
আদালত অবমাননার মামলার শুনানি (SC on Mamata Banerjee)
সোমবার অর্থাৎ ২১ জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় শহীদ সমাবেশ করছেন(SC on Mamata Banerjee), তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গওয়াইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়া বেঞ্চে তার বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলার শুনানি হয়। শুনানিতে সওয়াল করার সময় মামলাকারীর আইনজীবী আদালতে আবেদন করেন, অ্যাটর্নি জেনারেলের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
তাই যেন মামলাটি আপাতত মুলতুবি রাখা হয়। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘অনুমতি পাবেন বলে আপনি নিশ্চিত? আদালতকে রাজনৈতিক জায়গা তৈরি করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’ তারপরই প্রধান বিচারপতি জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী চার সপ্তাহ পর।
বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য (SC on Mamata Banerjee)
উল্লেখ্য, ব্যাপক দুর্নীতির অভিযোগে রাজ্যে ২০১৬ সালের এসএসসি-এর গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না(SC on Mamata Banerjee)। আদালতের এই নির্দেশের ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের সেই রায়ের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের রায় এবং বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যা আদালত অবমাননার সমান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে গত ২৪ এপ্রিল সুপ্রিমকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

আরও পড়ুন: Ceasefire in DR Congo : ডিআর কঙ্গো-এম২৩ সংঘর্ষবিরতি! আমেরিকার মধ্যস্থতায় ঐতিহাসিক চুক্তি
মামলার নথি ও তথ্য সুপ্রিম কোর্টে জমা (SC on Mamata Banerjee)
মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে ইতিমধ্যেই মামলার নথি ও তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে(SC on Mamata Banerjee)। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের বক্তব্যর ইংরেজি অনুবাদ করেও আদালতে জমা দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।