ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্ধ্যে নামলে চ্যানেলগুলোতে শুরু হয় একের পর এক নতুন গল্পের দৃশ্য। তাঁর মধ্যে স্টার জলসা ও জি বাংলা অন্যতম। এবার শোনা গেল স্টার জলসার (star Jalsha) নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini) বন্ধের মুখে! চ্যানেলে তরফ থেকে তেমন কিছু শোনা যায়নি। ‘বুলেট সরোজিনী’ র জায়গায় নাকি দেখানো হবে নতুন ধারাবাহিক? সত্যিটা কী?
গুঞ্জন (Bullet Sarojini)
টলিপাড়ার গুঞ্জন বলছে, গীতা এলএলবি ধারাবাহিকের স্লট চেঞ্জ করা হচ্ছে। ‘বুলেট সরোজিনী’ র (Bullet Sarojini) জায়গায় দেখানো হবে ‘গীতা এলএলবি’। জি বাংলা (zee bangla) চ্যানেলে সন্ধ্যে সাড়ে ছটায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি দেখানো হয়। সেখানে স্টার জলসাতে আগে দেখানো হতো গীতার গল্প। গীতা এলএলবি জনপ্রিয় হয়েছিল। দর্শকের খুবই প্রিয় ছিল গীতার গল্প ও গীতার ডায়লগ। তবে জি বাংলার ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের টিআরপি কম হওয়ার কারণে স্লট চেঞ্জ করা হবে বলে শোনা যাচ্ছে।
কী কারণে বন্ধ? (Bullet Sarojini)
অন্যদিকে সন্ধ্যে সাড়ে ছ’ টায় স্টার জলসায় দেখানো হবে ‘লক্ষীর ঝাঁপি’। অনেকেই বলছেন সে কারণেই ‘গীতা এলএলবি’ স্লট চেঞ্জ করে ‘বুলেট সরোজিনী’র (Bullet Sarojini) জায়গায় নিয়ে আসা হচ্ছে। তাই ‘ বুলেট সরোজিনী’ বন্ধ হতে পারে বলে গুঞ্জন উঠেছে। ‘বুলেট সরোজিনী’তে ‘সরোজিনী’ চরিত্রে দিয়া বসু (Diya Basu) ও রণর ভূমিকায় অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma) অভিনয় করছেন।
আরও পড়ুন: Rittika Sen: অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে ঋত্বিকা? ২১শে জুলাইয়ে বড় প্রশ্ন!
গুঞ্জনের কারণ
বুলেট সরোজিনীর গল্প দর্শকের সামনে তুলে ধরা হয় ৫ মে থেকে। ধারাবাহিকটি সম্প্রচারিত হয় বিকেল সাড়ে পাঁচটায়। যেহেতু শোনা গিয়েছে এই সময়ই গীতা এলএলবি আসছে, সেহেতু ‘বুলেট সরোজিনী ‘ র নতুন স্লটের সময় জানানো হয়নি। আর সে কারণেই গুঞ্জন ছড়িয়েছে, সরোজিনীর গল্প বন্ধ হতে পারে বলে। যেখানে এক নারীর নিজের লক্ষ্যে পৌঁছানোর গল্প তুলে ধরা হচ্ছিল।
আরও পড়ুন: TMCs 21 July: ‘ঘর ওয়াপসি’র পর যেন স্বর্গে ফিরলাম: তৃণমূলে ফিরে বললেন রূপাঞ্জনা মিত্র
অভিনয় ছেড়ে দেওয়া
বুলেট সরোজিনী যখন প্রথম শুরু হয়েছিল, তখন সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীময়ী চট্টরাজকে। কিছুদিন অভিনয় করার পর তিনি ধারাবাহিকটিতে আর অভিনয় করেননি। কারণ তিনি মায়ের চরিত্রে অভিনয় করছিলেন। ধারাবাহিকে মায়ের চরিত্রটি যেমন সেখানে নিজেকে মানানসই বলে মনে করেননি শ্রীময়ী। যদিও সে সময় তাঁর অনুরাগীদের মন খারাপ হয়েছিল, ধারাবাহিকে শ্রীময়ীকে দেখা যাবে না বলে। কিন্তু এবারে গুজব পুরো অন্যরকম। অনুরাগীরা চিন্তায় রয়েছেন, আদৌ সরোজিনীর গল্প পর্দায় দেখা যাবে তো?