ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে তামিলনাড়ুতে(Tamil Nadu)।পুলিশ সূত্রের খবর, গত ১২ জুলাই এক অজ্ঞাত ব্যক্তি ১০ বছর বয়সি স্কুল ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে। অভিযোগ, এরপরে অভিযুক্ত মেয়েটিকে জোর করে একটি আমবাগানে নিয়ে গিয়ে মারধর করে তাকে ধর্ষণ করে। নাবালিকা কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে যায়। আর এই ঘটনায় অভিযুক্তকে খুঁজতে তার ছবি প্রকাশ করে জনগণের সহায়তা চেয়েছে পুলিশ।
নাবালিকাকে ধর্ষণ (Tamil Nadu)
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়(Tamil Nadu)।পুলিশ সূত্রের খবর, গত ১২ জুলাই নাবালিকা তার ঠাকুরমার বাড়িতে যাচ্ছিল। অভিযোগ, অভিযুক্ত আগে থেকেই ট্রেনে করে এসে ওই আমবাগানে নাবালিকার আসার অপেক্ষা করছিল। অভিযুক্ত নাবালিকাকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখেই তার পিছু নিতে শুরু করে। এরপরে তাকে অপহরণ করে আমবাগানের ভিতরে জোর করে টেনে নিয়ে যায়। অভিযোগ, ওই অভিযুক্ত নাবালিকাকে একাধিকবার মারধরের পরে তাঁকে ধর্ষণ করে। মেয়েটি পালানোর চেষ্টা করলে অভিযুক্ত তাকে টেনে নিয়ে এসে ফের মারধর করে।

নাবালিকার সাহায্য (Tamil Nadu)
পুলিশ জানিয়েছে, সেই সময়ে অভিযুক্তের ফোন আসায় সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে(Tamil Nadu)। সেই ফাঁকেই নাবালিকা কোনও রকমে আমবাগান থেকে দৌড়ে পালিয়ে রাস্তায় চলে আসে। সেখানে এসে নাবালিকা দেখতে পায় একজন মেয়ে ওই আমবাগানের দিকেই আসছে। তৎক্ষণাত ওই নাবালিকা মেয়েটিকে সাবধান করে দু’জনেই সেখান থেকে পালিয়ে যায়।পরে সে তার ঠাকুমাকে সমস্ত বিষয়টা জানায়।এরপরেই নাবালিকার ঠাকুমা আরামবাক্কাম থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন-UN: কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে নজর পাকিস্তানের! ভারতের প্রস্তুতি তুঙ্গে
পুলিশের পদক্ষেপ (Tamil Nadu)
অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ(Tamil Nadu)। কিন্তু এক সপ্তাহের বেশি সময়ে পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তর খোঁজ মেলেনি।পুলিশ তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখেছে। সেখানে দেখা গিয়েছে, ওই নাবালিকা রাস্তা দিয়ে হেঁটে আমবাগানের দিকে আসছিল। সেই সময়ে অভিযুক্ত নাবালিকার কাছে এসে তার মুখ চেপে ধরে অপহরণ করে। তার আগে থেকেই ওই নাবালিকার পিছু নেয় অভিযুক্ত। ইতিমধ্যে পুলিশ পকসো আইনে একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, ‘আমরা বিশেষ দল গঠন করেছি এবং শীঘ্রই সাফল্য পাবো বলে আশা করছি।’

আরও পড়ুন-Crypto Platform: s৩৬৮ কোটির ক্ষতি! হ্যাকার হানায় বিপর্যস্ত ক্রিপ্টো প্ল্যাটফর্ম
রাজনৈতিক তরজা (Tamil Nadu)
এদিকে, এই ঘটনায় দক্ষিণের রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা(Tamil Nadu)। রাজ্যের শাসকদল ডিএমকে-র তীব্র নিন্দা করে এআইএডিএমকে বলেছে, ডিএমকে-র শাসনে তামিলনাড়ুতে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাইও এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়েছিলেন যে অপরাধীদের স্বাধীনতা সমাজের জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, রাজ্য পুলিশ এবং ডিএমকে সরকার বলেছে যে প্রতিটি ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
